শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

হাওয়া অফিসের রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আন্দামান সাগরে। পূর্বে ঘূর্ণাবর্তটি অবস্থা করছিল দক্ষিণ-চিন সাগরে। গতকাল দক্ষিণ আন্দামান সাগরে থাকলেও মঙ্গলবার সেটি অবস্থান করছে উত্তর আন্দামান সাগরে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এরপর শুক্রবার আর এক দফায় শক্তি বাড়িয়ে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।

এরপর শনিবার দিন সেটি গভীর নিম্মচাপে পরিণত হবে। ২০ তারিখের পর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে সিত্রাং। মায়ানমার থেকে নাম দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে জায়গায় ঘূর্ণঝড় তৈরি হবে তা অন্ধ্র লাগোয়া। তারপর ঘূর্ণঝড়ের অভিমুখ কী হবে বা কোথায় আছড়ে পড়বে তা এখনও নিশ্চিত করে বলা হয়নি।

তবে কোনওভাবেই সুপার সাইক্লোন হচ্ছে না। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আগামী দুই দিনে বাকি বাংলা থেকেও বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রূকুটি থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর। আগামী কয়েকদিন সাগরের পরিস্থিতি কেমন থাকে, তার উপরই নির্ভর করছে কালীপুজোর বাঙালির আনন্দে কতটা প্রভাব ফেলতে পারে বৃষ্টি।