পূর্ব বর্ধমানের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দাদার বন্ধু দের বিরুদ্ধে

পূর্ব বর্ধমানের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দাদার বন্ধু দের বিরুদ্ধে

 নাবালিকাকে Gang rape গণধর্ষণের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারে। ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অভিযোগ, ওই কিশোরীর দাদার বন্ধু সাহিরুদ্দিন চৌধুরী ফোনে ডেকে টোটোয় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই কিশোরীকে। ধৃত সাহিরুদ্দিন চৌধুরীর বাড়ি ভাতারের বলগোনা গ্রামে। ওই ঘটনায় আরও একজন পলাতক। তার নাম শেখ ফজল।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীকে ফোন করে ডাকে তার পরিচিত সাহিরুদ্দিন। তারপর টোটোয় চাপিয়ে আমারুণ গ্রামের কাছে মাঠের ধারে নিয়ে গিয়ে ফজল ও সাহিরুদ্দিন দু'জনে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। দুষ্কর্মের পরে কিশোরীকে ফেলে তারা পালায়।

এর পরে কোনও রকমে ভাতার বাজারের কাছাকাছি এসে একজনকে ঘটনার কথা জানায় আক্রান্ত কিশোরী। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ তাকে চিকিত্‍সার জন্য নিয়ে যায় হাসপাতালে। রাতে অভিযোগ দায়ের করার পর বলগোনা বাজার থেকে সাহিরুদ্দিনকে ভাতার থানার পুলিশ গ্রেফতার করে।