দত্তপুকুরের নকশা শ্মশান কালী মন্দির

দত্তপুকুরের নকশা শ্মশান কালী মন্দির

দত্তপুকুর থানার অন্তর্গত কোটরা গ্রাম পঞ্চায়েতের নকশা গ্রামের প্রাচীন কালী মন্দির। প্রত্যন্ত জায়গায় এই মন্দিরটি অবস্থিত হলেও এই মন্দিরে প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভিড় উপচে পড়ে। কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। প্রতি বছর শ্রাবণ মাসের কৌশিকী অমাবস্যায় নকশা গ্রামের প্রাচীন কালীমন্দিরে ধুমধাম করে কালী ঠাকুরের পুজো হয়।

পুজো দিতে এই মন্দিরে ভক্তরা আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বাংলাদেশ থেক বহু ভক্ত আসেন মায়ের পুজো দিতে। লক্ষাধিক জনসমাগম হয় মন্দির চত্বরে। এই তিথিতে দেবীর পুজোকে কেন্দ্র করে মন্দির চত্বরে বসে বিশাল মেলা। আগে শুধু মূর্তিই পুজো হত। এখানে মন্দির হয়েছে ৫৮ বছর আগে। কোটরা গ্রাম পঞ্চায়েতের এই জায়গাটির পাশ দিয়ে বিদ্যাধরী নদী বয়ে গেছে। 

এখানে শ্মশানটি বহু পুরনো। সেই সূত্রেই এখানে বহু প্রাচীন কাল থেকে শ্মশানকালীর পুজো হয়ে আসছে। যাঁরা তারাপীঠে যেতে পারে না তাঁরা এখানে আসেন। পুজো দেন। এখানের শ্মশানে এখনও কাঠের চুল্লিতেই শবদাহের ব্যবস্থা রয়েছে। সম্প্রতি সেটিকে ব্লকের সহায়তায় সংস্কার করা হয়েছে।