নদিয়ায় মোটর বাইক ও বুলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক আরোহী, চাঞ্চল্য এলাকায়

নদিয়ার করিমপুরে মোটর বাইক ও বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে এদিন দুপুর তিনটে নাগাদ নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকের পাট্টাবুকা এলাকার মোড়ে মাছ বাজারের সামনে।
পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম কাবিরুল শেখ। বয়স 23 বছর। বাড়ি করিমপুর ২ নম্বর ব্লকের পিপুলখোলা গ্রামে। ওই গ্রামের পঞ্চায়েত সদস্য আশাদুল মন্ডল জানায়, আজ দুপুর তিনটে নাগাদ শশুর বাড়ি শিকারপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। করিমপুর পাট্টাবুকা মোড়ে মাছ বাজারের কাছে শিকারপুর থেকে করিমপুরের দিকে আসা একটি বুলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই মোটরবাইকে ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গে রাস্তার পাশে মাটিতে ছিটকে পড়ে বাইক আরোহী। এলাকার লোকজন মোটর বাইক ও বুলেরো গাড়ির সংঘর্ষের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এবং সঙ্গে সঙ্গে মোটর বাইক চালককে সেখান থেকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর সেখানকার স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে খবর দেয় করিমপুর থানার পুলিশকে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বুলেরো গাড়িটিকে এবং চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।