বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দিলেন দেবগৌড়া পুত্র কুমারস্বামী

কংগ্রেসের হাত ধরে কর্নাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচ ডি দেবগৌড়ার পুত্র এইচ ডি কুমারস্বামী। কর্নাটকে এখন সেই কংগ্রেসই ক্ষমতায়। কিন্তু শুক্রবার কুমারস্বামী যোগ দিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে। দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে সেই যোগদানকে আনুষ্ঠানিক করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
কর্নাটকের আঞ্চলিক দল জনতা দল সেকুলারের প্রধান কুমারস্বামী। দিল্লিতে নড্ডা এবং শাহের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, আসন্ন লোকসভা ভোটে বিজেপি এবং জেডিএস কী ভাবে আসন ভাগ করে নেবে, তা তাঁরা পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবেন। শুক্রবার টুইটারে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণাও করেছেন কুমারস্বামী।
বৃহস্পতিবারের বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে কর্নাটকে আসন রফা নিয়ে আলোচনা হয়েছিল বলেই জানা গিয়েছিল। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই খবর ছিল। আর তখনই ঠিক হয়েছিল দেবেগৌড়ারা এনডিএতে আসছেন। যদিও আগে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ইঙ্গিত দিয়েছিলেন, বিজেপি জেডিএসের সঙ্গে আসন সমঝোতায় আসতে পারে। উল্লেখ্য, ১৯৯৬ সালের জুন থেকে ১৯৯৭ সালের এপ্রিল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেবেগৌড়া। কুমারস্বামী ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরো পড়ুন জীবনী মন্দির দর্শন ইতিহাস ধর্ম জেলা শহর শেয়ার বাজার কালীপূজা যোগ ব্যায়াম আজকের রাশিফল পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড বিনিয়োগ জ্যোতিষশাস্ত্র টোটকা লক্ষ্মী পূজা ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজ বিশেষ রান্নাঘর প্রাপ্তবয়স্ক বাংলা পঞ্জিকা