অসম ত্রিপুরা সীমান্তে উদ্ধার চল্লিশ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী

অসম ত্রিপুরা সীমান্তে উদ্ধার চল্লিশ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী

আগরতলা  রাজ্য পুলিশের চোখে ধুলো দিয়ে অসমে প্রবেশের পথে অসম ত্রিপুরা সীমান্তে উদ্ধার চল্লিশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা।আগরতলা থেকে মহারাষ্ট্রে পাচারের উদ্দেশ্যে লরিতে করে নিয়ে আসা বিপুল পরিমান গাঁজা অবশেষে ধরা পড়ল অসমের করিমগঞ্জ জেলার অসমএত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের হাতে। উক্ত অভিযানে ধরা পড়েছে লরির চালকও।

জানা গেছে বুধবার বিকাল তিনটে নাগাদ এনএলশূণ্য একএডি আট সাত পাচ শূণ্য নম্বরের একটি কন্টেইনার লরি চুরাইবাড়ি পুলিশ চেকপোষ্টে প্রবেশ করলে সন্দেহ হয় কর্তব্যরত নাকা চেকিং অসম পুলিশ কর্মীদের।পরে ইনচার্জ মিন্টু শীলের নেতৃত্বে উক্ত লরিতে তল্লাশি চালালে লরির সম্মুখ ভাগের কেবিনের উপরের থাকা গোপন বাক্স থেকে পাঁচ কেজি করে একান্নটি প্যাকেট ও দশ কেজি করে সতেরোটি প্যাকেট সহ মোট আষট্রি প্যাকেটে সোয়া চারক্ত্রশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।

যার বাজার মুল্য অনুমানিক চল্লিশ লক্ষাধিক টাকার মত হবে বলে অসম পুলিশ সুত্রে প্রকাশ।উক্ত নেশা সামগ্রী পাচার কান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় লরি চালকেও।তার নাম শুনিল নিক্কর(পঞ্চাশ)।বাড়ি মহারাষ্ট্রে।অসম পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি বৃহষ্পতিবার ধৃত লরি চালককে করিমগঞ্জ জেলার সিজেএম আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে উল্লেখযোগ্য বিষয় হল, ত্রিপুরার আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত পৌছাতে হলে ছোট বড় প্রায় ছাবিবশটি পুলিশ চেক পোষ্টকে অতিক্রম করতে হয়।তাহলে এতগুলো পুলিশ চেক পোষ্ট সহ থানা পুলিশের চোখ এড়িয়ে এই গাঁজা বোজাই লরিটি কিভাবে পৌছাল অসম রাজ্যের প্রবেশ প্রান্তে।এ নিয়ে অনেকে রাজ্য সরকারের প্রতিশ্রুতিকৃত নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ণ বুমেরাং হচ্ছে বলে মত প্রকাশ করেছেন।