Durga Puja 2021| জেনে নিন দুর্গাপূজা সময় নির্ঘণ্ট ও পূজা পদ্ধতি

Durga Puja 2021| জেনে নিন দুর্গাপূজা সময় নির্ঘণ্ট ও পূজা পদ্ধতি

হিন্দুধর্মের স্মার্ত সম্প্রদায়ের একটি পূজা পদ্ধতি। কথিত, অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক আদি শঙ্কর পঞ্চদেবতা পূজার প্রবর্তন করেন। এই পদ্ধতিতে পাঁচ দেবতার পূজা হয়— গণেশ,শিব, সূর্য, বিষ্ণু ও দুর্গা। স্মার্ত পারিবারিক নিয়ম অনুসারে, এই পঞ্চদেবতার একজন থাকেন কেন্দ্রে এবং বাকিরা কেন্দ্রীয় দেবতাকে ঘিরে থাকেন। ছোট মূর্তি বা পাঁচ ধরনের বিশেষ পাথরে বা মাটিতে আঁকা বিশেষ চিত্রে (যন্ত্র) পঞ্চদেবতার পূজা হয়।স্মার্তরা এই পঞ্চদেবতাকে পৃথক দেবতা হিসাবে না দেখে ব্রহ্মের পাঁচটি রূপভেদ মনে করেন। স্মার্ত মন্দিরগুলির গর্ভগৃহে পঞ্চদেবতা পূজার জন্য বিশেষ আসন দেখা যায়।

বাঙালীর বারো মাসে তেরো পার্বণ”। তার মধ্যে অন্যতম হল বাঙালির ‘দুর্গোৎসব’।কাশ Durga Puja 2021 বনের দোলায় দেবীপক্ষের সূচনা বাঙালির মনকে আলোড়িত করে। বাঙালির দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনাতে। শরৎ এর মেঘ আর শিউলির গন্ধ দশভুজার আগমনকে উন্মুক্ত চিত্তে স্বাগত জানায়বাঙালি । প্রতিপদ রড়েছে ১ অক্টোবর। প্রসঙ্গত, ২০২০ সালে দেখা গিয়েছে মহালয়ার এক মাস পরে উমা এসেছেন ঘরে। আর তার সঙ্গেই অনাহুত অতিথি হিসাবে গোটা দুর্গাপুজোতে অতিমারী দাপট দেখিয়েছে গোটা বিশ্বে। এমন পরিস্থিতি যাতে এই বছর না আসে, সেই প্রার্থনাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিরা। 

মহালয়া     আগামী বছর ৬ অক্টোবর পড়েছে মহালয়া।

ষষ্ঠী থেকে সপ্তমী ২০২১ সালের ষষ্ঠী পড়েছে ১১ অক্টোবর, ১২ অক্টোবর পড়েছে সপ্তমী। আশা করা যায় অতিমারী সারিয়ে এক সুন্দর পৃথিবীতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হবে ২০২১ সালের সপ্তমীর সকাল।

অষ্টমী ও নবমী মহাষ্টমীর পুজো ২০২১ সালে ১৩ অক্টোবর হবে। সেদিন বুধবার পড়েছে। নবমী পড়েছে বৃহস্পতিবার। ১৪ অক্টোবর পড়েছে নবমী।

বিজয়া দশমী   আগামী বছর ২০২১ সালে ১৫ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। আশা করা যায় সেদিন চেনা মেজাজে বাঙালি নিজেকে ধরা দেবে। পড়ন্তের সূর্যের আলোয় দিকে দিকে সিঁদুর খেলা হবে। আর আকাশের রাঙা ক্যানভাসের নিচে সিঁদুর খেলার সঙ্গে বিজয়ার প্রণাম, কোলকুলিতে বাঙালি মেতে উঠবে আগের মতোই!

কল্পারম্ভ দ্রব্য:

সিন্দুর, পঞ্চ বর্ণের গুঁড়ো, পঞ্চপল্লব, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চগব্য, ঘট ও কুণ্ডহাঁড়ি, দর্পণ ১, তেকাঠা ১, তীর ৪, একসরা আতপ তণ্ডুল, সশীষ ডাব ১, ঘটাচ্ছাদন গামছা ১, বিষ্ণুর ধুতি ১, কল্লারম্ভের শাটী ১, চণ্ডীর শাটী ১, তিল, হরিতকী, পুষ্পাদি, চন্দ্রমালা, দধি, মধু, ঘৃত, চিনি, বড় নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, আসনাঙ্গুরীয়ক ৩, মধুপর্কের বাটী ৩, ভােগের দ্রব্যাদি, আরতির দ্রব্যাদি।

নবপত্রিকার দ্রব্য:

কলাগাছ ১, কালকচুগাছ ১, হরিদ্রাগাছ ১, জয়ন্তী গাছ বা জয়ন্তীডাল ১, বেলডাল ১, ডালিমডাল ১, অশােকডাল ১, মানকচুগাছ ১, ধানগাছ ১, শ্বেত অপরাজিতা লতা, রক্তসূত্র, আলতা, বন্ধন করিবার পাটের দড়ি, কলারপেটো ২ খানা। যাঁহারা প্রতিপদ হইতে কল্পারম্ভ করিয়া প্রতিমার উপর বা ঘটে দুর্গার পূজা করেন তাঁহারা প্রতিপদ তিথি হইতে পঞ্চমী পর্য্যন্ত প্রত্যহ এই কয়টি দ্রব্য দিবেন। যাহারা প্রতিপদে মাত্র চণ্ডীপাঠের সঙ্কল্প করিয়া চণ্ডীর পূজা করেন, সপ্তমীর দিনে দুর্গাপূজার সঙ্কল্প করেন, তাদের এ সকল দ্রব্য দিবার প্রয়ােজন হয় না। প্রতিপদে মাথা ঘষা, ফুলেল তৈল, আতর, চিরুণী, গোলাপজল।দ্বিতীয়া মাথা বাঁধিবার পট্টডাের ১। তৃতীয়াতে দর্পণ, সিন্দুর, অলক্তক। চতুর্থীতে মধুপর্ক, কাংস্যবাটী, তিলক, অঞ্জন। পঞ্চমীতে অঙ্গরাগ, পট্টবস্ত্র, যথাশক্তি অলঙ্কার।

বােধনের দ্রব্যঃ

বিল্ববৃক্ষ বা ফলযুগ্ম সহিত বেলের ডাল ১, ঘট ১, একসরা আতপ তণ্ডুল, ঘটাচ্ছাদন গামছা ১, সশীষ ডাব ১, তীর কাঠি ৪, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, বােধনের শাটী ১, বিল্ববৃক্ষ পূজার ধুতি ১, আসনাঙ্গুরীয়ক ২, মধুপর্কের বাটী ২ (বিল্ব বৃক্ষের পূজা কেহ কেহ দশােপচারে করেন)। দধি, ঘৃত, পুষ্পাদি, তিল, হরিতকী, মাষভক্তবলি ১, নৈবেদ্য ২, কুচা নৈবেদ্য ১, ছুরি ১, চন্দ্রমালা ১, ভােগের দ্রব্যাদি, আরতি।

আমন্ত্রণের দ্রব্য:

আমন্ত্রণের শাট। ১, আসনাঙ্গুরীয়ক ১, (একদিনে বােধন ও আমার হইলে একটি মাত্র সােড়শোপচারেই পূজা হইয়া থাকে)। মধুপর্কের বাটা ১, দদি, মধু, চিনি, খুত, পুষ্পাদি, নৈবেদ্য ১, কুচা নৈবেদ্য ১, তিল, হরিতকী ১।

অধিবাসের দ্রব্যাদি:

তৈলহরিদ্র, মহী (গঙ্গামৃত্তিকা), গন্ধ, শিলা (নুড়ি), ধান্য, দূর্গা, পুষ্প, ফল (অথ্ কদলী একছড়া), দধি, মৃত, স্বস্তিক (পিটুলি নির্মিত), সিন্দুর, শ্খম, কজ্জল, রােচনা (গােরােচনা), সিদ্ধার্থ (শ্বেতসপ), স্বর্ণ, রৌপ্য, তা, দর্পণ, অলক্তক (আলতা), হরিপ্রা সূত্র, লৌহ, চামর, দীপ, তীর, আরতি।

সপ্তমী পূজার দ্রব্য:  

5, পুরােহিত, পূজা ও আচার্য্য প্রণব ৪ জোড়া, বরণা অঙ্গুরীয়ক ও যজ্ঞোপবীত ৪, তিল, হরিতকী, পুষ্প প্রভৃতি, ঘট ১, শস্য ডাব, দুই সরা আতপ তিল বা ধান্য, বিন্বপত্র, কুগুডহাড়ি ১, তেকাঠা ১ প্রধানদীপ ১, দর্পণ ১।

মহাম্নানের দ্রব্য:

তৈল, হরিদ্রা, দস্তফাষ্ঠ, অষ্টলস ৮, সহত্রধারা ১, পঞ্চগব্য, পঞ্চামৃত, পঞ্চশস্যচূর্ণজল, পঞ্চকায়, শিশিরােদক, ইক্ষুরস, বেশ্যাদ্বারমূক্তিকা, গজদন্তমৃত্তিকা, বরাহদস্তমৃত্তিকা, গঙ্গামৃত্তিকা, চতুষ্পথমুক্তিকা, রাজস্বারমূক্তিকা, বীমৃত্তিকা, বৃষশৃঙ্গমূত্তিকা, নদীর উভয়কূলমুক্তিকা, পকতিমৃত্তিকা, তিল তৈল, বিষ্ণু তৈল, উঠাকে, নারিকেলােদক, সর্ব্বৌষদি, মহৌযধি, পঞ্চারত্ন মিশ্রিত জল, সাগরােদক, পররেণুদক, দুদ্ধ, মধু, কপুর, অগরু, ঢন্দন, কুুম, বৃষ্টিজল, ফলােদক (ডাবের জল), সরস্বতী (নদীর) জল, নির্বাক, সপ্তসমুদ্রের জল।

অন্যান্য দ্রব্যঃ

পঞ্চড়ি, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চপল্লব, সিন্দুর, ঘটাচ্ছাদন গামছা ২, আরতির গামছা ১, শ্বেতসর্ষপ, মাসকলাই, জবা পুষ্প, কুচা নৈবেদ্য, আসনাঙ্গুরীয়ক ৪০ বা ২২, মধুপর্কের বাটী ৪০ বা ২২ বা ১, মধু, চিনির, নৈবেদ্য ৪০ বা ২২, প্রধান নৈবেদ্য ১, নবপত্রিকার পরিধেয় শাটা, নবপত্রিকা পূজার শাটা ৯ বা ১, মূলপুজার শাটী, লক্ষ্মী, সরস্বতী, চণ্ডী, কার্তিকেয়, গণেশ, শিব, বিষ্ণু,নবগ্রহ ৯ বা ১, ময়ুর, মূষিক, সিংহ,অসুর, মহিষ, বৃষ, সর্প, জয়া, বিজয়া, বিষ্ণু, শিব ও রাম প্রত্যেকের বস্ত্র, অর্থ, চন্দ্রমালা, থালা ১, ঘটি ১, নথ, লােহা, শ ২, সিন্দুরচুবড়ি ১, পুষ্পমালা, বিম্ব পত্রমালা, রচনার দ্রব্যাদি, ফলমূলাদি, ভোগের দ্রব্যাদি, আরতি। ছাগল বলির দ্রব্য, অনেকে শেষ দিনে হোম করেন, তাহাদের জন্য হোমের দ্রব্য।

হােমের দ্রব্য

বালি, কাষ্ঠ, খোড়কে, গােমর, কুশ, ঘৃত এক সের, বিন্বপত্র ১০৮, পূর্ণপাত্র ১।

অষ্টমী পূজারঃ 

মহাস্নান দ্রব্য, দণ্তকাষ্ঠ ১, বস্ত্র পূর্বদিনের ন্যায়, অথবা একমাত্র মূল পূজার শাটী ১, পুষ্প প্রভৃতি, আসনাঙ্গুরীয়ক ৪০, ২২ বা ১, মধুপুর বাটা ঐ, দধি, মধু, ঘৃত, চিনি, নৈবেদ্য ৪০ বা ২২, চ্চা নৈবেদ্য ৪, চন্দ্রমাল্য, পুষ্পমাল্য, বিন্বপত্রমালা, থালা ১, ঘড়া বা ঘটি ১, নথ ১, লােহা, শঙ্খ ২, রচনা, সিন্দুরচুবড়ি ১।(নন্দিকেশ্বর মার্ঘট, নবপতাকা) ভােগের দ্রব্যাদি, আরতি।

সন্ধি পূজাঃ

পুষ্প প্রভৃতি, স্বর্ণাঙ্গুরীয়ক ১, মধুপর্কের কাংস্যবার্ট ১, দধি, চিনি, মধু, ঘৃত, চেলীর শাটী ১, প্রধান নৈবেদ্য ১,কুচানো নৈবেদ্য ১, থালা ১, ঘড়া ১, লােহা ও নথ ১, শাটা ১, বালিশ ১, মাদুর ১, চন্দ্রমাল্য ১, থালা ১, দীপ ১০৮, ভােগের দ্রব্যাদি আরতি।

নবমী পূজারঃ

মহাস্নানের দ্রব্য, দন্ত কাষ্ঠ, পুষ্প প্রভৃতি, বস্ত্র, আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের বাটা, (পুর্কের নায় অথবা মূলপূজা ও চণ্ডীর শার্টী মাত্র), দধি, মধু, ঘৃত, চিনি, নৈবেদ্য ৪০ ব্য ২২, কুচা নৈবেদ্য ৪, থালা ১, ঘটি ১, চুবড়ি ১, লােহা, স, নথ, চন্দ্র মালা, পুষ্পমালা, রচনা, পান, পানের মশলা, হােমের বিস্বপত্র, হােমের প্রব্যাহি, পূর্ণপত্র, আরতি, কুমারী পূজা, দক্ষিণা।

দশমী পূজাঃ

সকালে দশােপচারে পূজা, গন্ধ, পুষ্প, দূৰ, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য, দধি, মুড়ক মিষ্টান্ন, সিদ্ধি, আরতি।

“পুষ্পা ঞ্জলি”

  • সপ্তমী :- সচন্দনপুষ্প ওবিল্বপত্র নিয়ে বলুন (1) নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে | পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ||
    (2) হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্ | হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ||
    এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||
    (3) সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে | ধর্ম্মার্থকামসম্পত্তিং দেহি দেবী নমোস্তু তে ||

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

প্রণাম মন্ত্র:-

  • সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাথসাধিকে | শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তু তে ||
  • অষ্টমী :- (1) নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি | আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে ||
    (2) নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি | গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে ||
    (3) নমঃ শরণাগতদীর্নাত পরিত্রাণপরায়ণে | সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে ||

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

  • প্রণাম মন্ত্র :- জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী | দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে ||
  • নবমী :- (1) কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে | ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তু তে ||
    (2) লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে | মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তু তে ||
    (3) কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি | বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তু তে ||

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

  • প্রনাম মন্ত্র :- সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে | ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে ||

জেনে নেই মা দুর্গার ১০৮ নাম ॥


(১) সতী,
(২) সাধ্বী,
(৩) ভবপ্রীতা,
(৪) ভবানী,
(৫) ভবমোচনী,
(৬) আর্য্যা,
(৭) দুর্গা,
(৮) জয়া,
(৯) আদ্যা
(১০) ত্রিনেত্রা,
(১১) শূলধারিণী,
(১২) পিনাকধারিণী,
(১৩) চিত্রা,
(১৪) চন্দ্রঘণ্টা,
(১৫) মহাতপা,
(১৬) মনঃ,
(১৭) বুদ্ধি,
(১৮) অহঙ্কারা,
(১৯) চিত্তরূপা,
(২০) চিতা,
(২১) চিতি,
(২২) সর্বমন্ত্রময়ী,
(২৩) নিত্যা,
(২৪) সত্যানন্দস্বরূপিণী,
(২৫) অনন্তা,
(২৬) ভাবিনী,
(২৭) ভাব্যা,
(২৮) ভব্যা,
(২৯) অভব্যা,
(৩০) সদাগতি,
(৩১) শাম্ভবী,
(৩২) দেবমাতা,
(৩৩) চিন্তা,
(৩৪) রত্নপ্রিয়া,
(৩৫) সর্ববিদ্যা,
(৩৬) দক্ষকন্যা,
(৩৭) দক্ষযজ্ঞবিনাশিনী,
(৩৮) অপর্ণা,
(৩৯) অনেকবর্ণা,
(৪০) পাটলা,
(৪১) পাটলাবতী,
(৪২) পট্টাম্বরপরিধানা,
(৪৩) কলমঞ্জীররঞ্জিনী,
(৪৪) অমেয়বিক্রমা,
(৪৫) ক্রূরা,
(৪৬) সুন্দরী,
(৪৭) সুরসুন্দরী,
(৪৮) বনদুর্গা,
(৪৯) মাতঙ্গী,
(৫০) মতঙ্গমুনিপূজিতা,
(৫১) ব্রাহ্মী,
(৫২) মাহেশ্বরী,
(৫৩) ঐন্দ্রী,
(৫৪) কৌমারী,
(৫৫) বৈষ্ণবী,
(৫৬) চামুণ্ডা,
(৫৭) বারাহী,
(৫৮) লক্ষ্মী,
(৫৯) পুরুষাকৃতি,
(৬০) বিমলা,
(৬১)উৎকর্ষিণী,
(৬২) জ্ঞানা,
(৬৩) ক্রিয়া,
(৬৪) সত্যা,
(৬৫) বুদ্ধিদা,
(৬৬) বহুলা,
(৬৭) বহুলপ্রেমা,
(৬৮) সর্ববাহনবাহনা,
(৬৯) নিশুম্ভনিশুম্ভহননী,
(৭০) মহিষাসুরমর্দিনী,
(৭১) মধুকৈটভহন্ত্রী,
(৭২) চণ্ডমুণ্ডবিনাশিনী,
(৭৩) সর্বাসুরবিনাশা,
(৭৪) সর্বদানবঘাতিনী,
(৭৫) সর্বশাস্ত্রময়ী,
(৭৬) সত্যা,
(৭৭) সর্বাস্ত্রধারিণী,
(৭৮) অনেকশস্ত্রহস্তা,
(৭৯) অনেকাস্ত্রধারিণী,
(৮০) কুমারী,
(৮১) কন্যা,
(৮২) কৈশোরী,
(৮৩) যুবতী,
(৮৪) যতি,
(৮৫) অপ্রৌঢ়া,
(৮৬) প্রৌঢ়া,
(৮৭) বৃদ্ধমাতা,
(৮৮) বলপ্রদা,
(৮৯) মহোদরী,
(৯০) মুক্তকেশী,
(৯১) ঘোররূপা,
(৯২) মহাবলা,
(৯৩) অগ্নিজ্বালা,
(৯৪) রৌদ্রমুখী,
(৯৫) কালরাত্রি,
(৯৬) তপস্বিনী,
(৯৭) নারায়ণী,
(৯৮) ভদ্রকালী,
(৯৯) বিষ্ণুমায়া,
(১০০) জলোদরী,
(১০১) শিবদূতী,
(১০২) করালী,
(১০৩) অনন্তা,
(১০৪) পরমেশ্বরী,
(১০৫) কাত্যায়নী,
(১০৬) সাবিত্রী,
(১০৭) প্রত্যক্ষা এবং
(১০৮) ব্রহ্মবাদিনী