বছরে চারবার হয় দুর্গাপুজো! জানুন চৈত্র নবরাত্রির মাহাত্ম্য

দুর্গাপুজো মানেই বাঙালিদের মনে আসে শারদীয়া উত্সবের কথা। বাঙালিরা চার দিনের দুর্গাপুজো করলেও অন্য অনেক রাজ্যে টানা নয় দিন ধরে চলে দেবী দূর্গার আরাধনা। এই উত্সব নবরাত্রি নামে পরিচিত। বছরে চারবার নবরাত্রি পালিত হয়। তার মধ্যে নয় রাত্রি ধরে দেবী দুর্গার আরাধনার এই উত্সবে সবথেকে জনপ্রিয় হল শারদীয়া নবরাত্রি। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসে, ইংরেজি মতে সেপ্টেম্বর - অক্টোবর মাসে এই নবরাত্রি পালিত হয়।
বছরের বাকি তিনটি নবরাত্রি হল মাঘ নবরাত্রি, শীতকালে যা উদযাপিত হয়, চৈত্র নবরাত্রি, বসন্ত কালে যা পালিত হয় এবং আষাঢ় নবরাত্রি, যা উদযাপিত হয় বর্ষায়। আর কদিন পরেই শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি। দেবী দুর্গা হলেন শক্তির প্রতিভূ। নারী শক্তির উদযাপন করা হয় দেবী দুর্গার আরাধনার মধ্যে দিয়ে। সমস্ত দেব দেবীদের মিলিত শক্তির রূপ হলেন দুর্গা। পুরাণ অনুযায়ী অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন তিনি।
মহিষাসুরকে বধ করেছিলেন বলে দেবী দুর্গা মহিষাসুরমর্দিনি নামেও পরিচিত। সিংহবাহিনী দেবী দুর্গা মহিশাসুরের বুকে ত্রিশূল বিঁধিয়ে দেন। নবরাত্রিতে দেবী দুর্গা যে নয়টি রূপের পুজো করা হয়, তা হল - শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমাণ্ডা, স্কন্দ্যমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহা গৌরী এবং সিদ্ধিদাত্রী। চৈত্র নবরাত্রির প্রথম দিনটি হল হিন্দু মতে অমাবস্যা ক্যালেন্ডার অনুসারে নববর্ষ। দেবী দুর্গার আরাধনা করে নতুন বছর শুরু করেন ভক্তেরা।
সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য বছরের শুরুতেই দেবী দুর্গার উপাসনা করা হয়। প্রত্যেক ঋতুর পরিবর্তনে নবরাত্রি পালন করা হয়। বসন্ত ঋতুর অবসানে গ্রীষ্ম শুরুর সময় পালিত হয় চৈত্র নবরাত্রি। শুধু ধার্মিক কারণেই নয়, এই সময় নবরাত্রির ব্রত পালন করলে শরীর গ্রীষ্মের প্রচণ্ড দাবহারে জন্য প্রস্তুত হয় বলে মনে করা হয়। এই সময় নবরাত্রির ব্রততে উপবাস রেখে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে গরমের নানা রকম অসুখ বিসুখের বিরুদ্ধে লড়াই করতে আমাদের শরীর প্রস্তুত হয়। এই এপ্রিল মাসেই আর দিন কয়েক পরেই শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রি শুরু হবে আগামী ১৩ এপ্রিল, চলবে ২২ এপ্রিল পর্যন্ত।
আসুন জেনে নেওয়া যাক নবদূর্গার প্রথম রূপ সম্পর্কে:
নবরাত্রির সূচনা দিবস। এই দিন নবদুর্গার প্রথম রূপ শৈলপুত্রীর আরাধনা করা বিধেয়, শৈলপুত্রী-পর্বতের কন্যা। দূর্গা হলেন হিমালয় পর্বতের কন্যা। যেহেতু তিনি শৈল (হিমালয়) কন্যা। তাই তার নাম এখানে শৈলপুত্রী। এখানে দেবীর বাহন ষাঁড়। তাঁর এক হাতে থাকে ত্রিশূল। অন্য হাতে পদ্ম।
আসুন জেনে নিন শৈলপুত্রীর আরাধনার ফল কী?
ফল: মা শৈলপুত্রী মনোবল বৃদ্ধি করেন।
আসুন জেনে নেওয়া যাক শৈলপুত্রীর ধ্যান:
বন্দে বাঞ্জিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্।
বৃষারূঢাং শূলধরাং শৈলপুত্রীং যশস্বিনীম্।।
পূর্ণেন্দুনিভাঙ্গৌরীং মূলাধারস্থিতাং প্রথমদূর্গাং ত্রিনেত্রাম্।
পটান্বরপরিধানাং রত্নকিরীটাং নানালঙ্কারভূষিতাম্।।
প্রফুল্লবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং তুঙ্গকুচাম্।
কামনীয় লাবণ্যস্নেহমুখীং ক্ষীণমধ্যাং নিতন্বনীম্।