দুর্গাপুজো মানেই বিলেতের বাঙালির উত্‍সব

দুর্গাপুজো মানেই বিলেতের বাঙালির উত্‍সব

শরতে শিউলি না থাকলেও, শারদীয়ার গন্ধ না থাকলেও ফি বছর প্রবাসেও জমে ওঠে দুর্গোত্‍সব (Durga Puja 2021| London)। কারণ বাঙালি যেখানে সেখানেই মা দুর্গার আবাহন চিরাচরিত রীতি। প্রাণের পুজো দূর্গা পুজোয় তাই বিদেশেও প্রতি বছর বেজে ওঠে আগমনী গান। আর প্রবাসী পুজোর (Durga Puja 2021| London) গল্পে লন্ডনকে কি আর বাদ দেওয়া যায়? নয় নয় করে কম পুজো তো হয় না বিলেতে।

আর তার প্রতিটির রয়েছে আলাদা আলাদা গল্প, প্রেক্ষাপট। তুমুল উত্‍সাহ ও উদ্দীপনার এক পারিবারিক পুজোর পরিমণ্ডল। বেঙ্গলি অ্যাসোসিয়েশন মিডল্যান্ডস-এর পুজো হচ্ছে আজ ৪০ বছর ধরে ছোট্ট একটি ক্লাব ঘরে পুজো থেকে এখন বার্মিংহাম (Durga Puja 2021| London) এর সবচেয়ে বড় পুজো। গতবছর শুধু সদস্যদের নিয়ে পুজো হয়েছিল, কিন্তু এবছর সবাইকে স্বাগত জানাচ্ছে বামিংহামের পুজো।

যদিও অতিথিরা সকলে যাতে কোভিড বিধি মেনে, দূরত্ব বজায় রেখে পুজো ও অনুষ্ঠানে অংশ নিতে পারেন তার জন্য নেওয়া হয়েছে বেশ কিছু সতর্কতা। কোভিড এখনও চোখ রাঙাচ্ছে। তৃতীয় ঢেউ, ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক কাটেনি এখনও। যদিও ভরসা করোনা টিকা। ইতিমধ্যেই প্রায় সকলেরই নেওয়া হয়ে গিয়েছে ভ্যাকসিন। তাই এই বছর আতঙ্ক একটু কম।

তবুও সচেতনতায় কোনও ফাঁক রাখতে চাইছেন না পুজো উদ্যোক্তারা। সবাইকে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শনের (Durga Puja 2021| London) সুযোগ দেবার জন্য সদ্যস্যদের ছাড়া অন্যদের সময় বেঁধে দেওয়া হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের ভ্যাক্সিনেটেড হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। থাকবে পর্যাপ্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা। দুর্গাপুজোর (Durga Puja 2021|

London) আগে ২ অক্টোবর মহালয়া উদযাপন হয়েছে। ছিল গান, নাচ, এবং নাটক। পুজো হবে নির্ঘন্ট মেনে। প্রতিদিন নিয়ম মেনে পালিত হবে দুর্গা আরাধনার প্রতিটি পর্ব। কলাবৌ স্নান, অষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজো থেকে বিসর্জন সবই হবে পঞ্জিকা মেনে। তবে এবছর কোনও বাইরের শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়নি পুজোর অনুষ্ঠানে। কোভিড সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। জোরকদমে এখন পুজোর প্রস্তুতি চলছে। নতুন প্রতিমা এবার। দেশের আবহ আনার জন্য বদ্ধ হলঘরে নয়, বানানো হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেল জুড়ে থাকবে থার্মোকলের কাজ। চলছে শেষ মুহূর্তের ফিনিশিং টাচ।