গলা ও ঘাড়ের কালো দাগ নির্মূল করুন সহজেই

গলা ও ঘাড়ের কালো দাগ নির্মূল করুন সহজেই

আজবাংলা   শখ করে একটু বড় গলা দিয়ে পোশাক পড়লেন, কিন্তু বাইরে বের হতে লজ্জা লাগছে। কারণ ঘাড়ের কালো দাগ। অনেক পুরুষ ও নারীদেরই একই সমস্যার মধ্যে এটা একটা। ঘাড়ে অতিরিক্ত কালো দাগ থাকায় অনেক সময় অনেক জায়গায় গিয়ে অস্বস্তিতে ভুগতে হয়। গলা ও ঘাড় আমাদের দেহের একটি খোলা অংশ।

বেশির ভাগ সময়েই আমাদের গলা ও ঘাড় খোলা থাকে। বেশীরভাগ ক্ষেত্রে খোলা থাকার কারণে অনেক সময় রোদে পুড়ে কিংবা অযত্ন অবহেলার কারণে ঘাড় ও গলার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আসুন আজকের প্রতিবেদনে জেনে নিন এক বিশেষ ক্রিম প্যাক।

 Amazon-এ চলছে সেল

উপাদান- লেবু , টমেটো ,কোলগেট টুস্থপেস্ট।

তৈরীর পদ্ধতি-  একটি বাটিতে পরিমাণ মত টুস্থপেস্ট নিতে হবে। এখন টমেটো টাকে গ্রান্ড করে এর জুস এর দুই থেকে তিন চামচ দিতে হবে। তারপর এক চামচ  লেবুর রস এর ভিতর দিতে হবে। এখন আপনি এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

নিয়মাবলি-  আপনার ঘাড় বা গলায় যেখানে কালো সেখানে আস্তে আস্তে করে ঘসে ঘসে লাগিয়ে দিতে হবে ।এভাবে আপনি এটাকে ১০-১৫ মিনিট মেসেজ করে নিতে হবে। তারপর আপনি এটাকে ১০-১৫ মিনিট ধরে শুকিয়ে নিন।এখন আপনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা ব্যবহার করলে আপনার ত্বকটা আগের থেকে পরিষ্কার হবে।

পাশাপাশি, আরও কিছু উপায় রয়েছে। দেখে নিন।

১. নারিকেল আমাদের ত্বককে শুধুমাত্র পুষ্টির যোগান দেয় না এটি আমাদের ত্বকের পোড়া ভাবও দূর করে। পরিমাণ মত নারিকেল তেল হাতে নিয়ে ঘাড় ও গলায় ম্যাসেজ করুন।

২.  ঘাড় ও গলার কালো ছাপ গোলাপজল দিয়ে দূর করুন। গোলাপ জ্বল দিয়ে আপনার ঘাড় ও গলা পরিষ্কার করুন। চাইলে গোলাপজলের সাথে সামান্য হলুদের গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন, পেস্টটি ঘাড়ে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৩. অলিভ ওয়েল আমাদের ত্বকের জন্য অনেক উপকারি তা আমরা সবাই জানি। তাই আপনার গলা ও ঘাড়ের ত্বক সুন্দর ও নরম রাখতে অলিভ ওয়েল ম্যাসেজ করুন।

 Amazon-এ চলছে সেল