ভারতে ঢুকে নূপুর শর্মাকে হত্যার ছক পাক সংগঠনের!

ভারতে ঢুকে নূপুর শর্মাকে হত্যার ছক পাক সংগঠনের!

বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির নিলম্বিত (সাসপেন্ডেড) জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে হত্যার ছক কষেছে পাকিস্তানি সংগঠন! এমনই চাঞ্চল্যকর দাবি করল রাজস্থান পুলিশ। সম্প্রতি রাজস্থানে এক পাক নাগরিককে পাকড়াও করা হয়। সেই ঘটনায় এ বার পুলিশের কাছে এমন তথ্যই উঠে এল।

 পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাক সংগঠন ‘তেহরিক-ই-লাব্বাইকে’র মদতে পাকিস্তানের এক নাগরিক নূপুরকে হত্যা করতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। রাজস্থানের শ্রী গঙ্গানগর এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। ওই পাক নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে আইবি ও অন্য তদন্তকারী সংস্থার যৌথ দল।

বিএসএফের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গত ১৬ জুলাই হিন্দুমালকোট সীমান্ত আউটপোস্টের কাছে রাত ১১টা নাগাদ সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করায় ওই ব্যক্তিকে ধরা হয়।  এই প্রসঙ্গে রাজস্থানের অতিরিক্ত ডিজিপি (ইন্টেলিজেন্স) এস সেনগাথির বলেছেন, ‘‘ধৃতের কাছ থেকে ১১ ইঞ্চি লম্বা ছুরি, ধর্মীয় পুস্তক, পোশাক, খাবার উদ্ধার করা হয়েছে।

তাঁর নাম রিজওয়ান আশরফ। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা তিনি।’’ নূপুরকে হত্যা করতেই ভারতে এসেছিলেন ওই পাক নাগরিক। তার আগে অজমেঢ় দরগায় ওই ব্যক্তির যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে আট দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।