বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর অপেক্ষায় আপামর বাঙালি

চাঁচল:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। এই উৎসবের জন্য সারা বছর অপেক্ষায় থাকে আপামর বাঙালি। রাত জেগে মণ্ডপে মণ্ডপে পায়ে হেঁটে প্রতীমা দর্শন করে থাকেন। কিন্তু এবছর চাঁচলে প্রতীমা দর্শনে দুর্ভোগে পড়তে পারেন দর্শনার্থীরা। কারণ শহরের একাধিক রাস্তা বেহাল দশায় পরে রয়েছে। পায়ে হেঁটে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তা গুলি। নিত্য দিন ঘটছে দুর্ঘটনা।
দোরগোড়ায় দুর্গোৎসব বেহাল রাস্তা সংস্কারের হেলদোল নেই পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক ও মহকুমা প্রশাসনের বলে অভিযোগ। যায় ফলে ক্ষোভে ফুঁসছে শহরের বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের পুজো উদ্যোক্তারা। সপ্তাহখানেকের মধ্যে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন পুজো উদ্যোক্তা থেকে শুরু শহরের বাসিন্দারা। আর মাত্র ক’দিন। এর পরেই বাঙালি মেতে উঠবে প্রাণের উৎসবে।
প্রকৃতির ঢাকে যেন তার কাঠি পড়ে গিয়েছে। মাঠে দোল খাচ্ছে কাশফুল। পুকুরের জলে পদ্মের ছায়া। সবই যেন বলে দিচ্ছে, মা আসছেন। ইতিমধ্যে বিভিন্ন মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ চলছে জোরকদমে। পটুয়াপাড়ায় এখন দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের। সময় যে শেষ হয়ে এল। প্রতিদিনই উদ্যোক্তারা একবার এসে দেখে যাচ্ছে, মৃণ্ময়ী কতটা রূপ পেল।
চাঁচলও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক সেরে ফেলেছে মহকুমা ও ব্লক প্রশাসন। কোভিড বিধি মেনে কীভাবে পুজোর আয়োজন করতে হবে, তা পই পই করে উদ্যোক্তাদের বুঝিয়ে দিয়েছেন প্রশাসনিক কর্তারা। মণ্ডপে যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে কী কী করতে হবে, বুঝিয়ে দিয়েছেন সেটাও। কারণ, সবাই জানেন, করোনার আতঙ্ক যতই থাকুক, বাঙালি দুর্গাপুজোয় মাতবে না, সেটা হতেই পারে না। কিন্তু দুর্ঘটনা এড়ানোর কাজটা প্রথমে প্রশাসনকেই করতে হবে বলে জানাচ্ছেন চাঁচলবাসীর একাংশ।
তাঁদের নিশানায় এলাকার রাস্তা। খাতায় কলমে বর্ষা পেরিয়ে গেলেও এখনও সে যায়নি। আজও মুখ ভার আকাশের। আর এই বর্ষায় চাঁচলের বুক চিরে যাওয়া ৮১ নম্বর জাতীয় থেকে শুরু করে রাজ্য সড়ক ও গ্রামীন সড়কের দশা বলার মতো নয়। তরলতলা মোড়, নেতাজি মোড়, শহিদ মোড়, যেদিকে তাকানো যায়, সেদিকেই রাস্তার ছালচামড়া উঠে গিয়েছে। তার মধ্যে দিয়েই যাতায়াত করছে সব ধরনের যানবাহন।
ভারি গাড়ির চাকায় রাস্তার পাথর ছিটকে পড়ছে এদিক ওদিক। সেই পাথর একবার গায়ে লাগলে রক্ষে নেই। তাই পুজোর আগে এই রাস্তার অস্থায়ী সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, তাতে তাঁরা খানিকটা নিশ্চিন্ত হতে পারবেন। এলাকাবাসীর দাবি নিয়ে কী করবে প্রশাসন, এখন সেটাই দেখার। পুজোর মধ্যে দ্রুত রাস্তা সংস্কার করা হবে এমনই আশ্বাস বাণী শুনিয়েছেন চাচোল এর মহাকুমা শাসক কল্লোল রাই।তিনি বলেন, বিষয়টি নজরে এসেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ আপাতত পুজোর জন্য রাস্তা রিপিয়ারিং করবে পুজোর পর সংস্কার করা হবে।