কামারহাটির বাড়িতে বিস্ফোরণ, জখম অন্তত ২

কামারহাটির বাড়িতে বিস্ফোরণ, জখম অন্তত ২

এবার কামারহাটিতে বিস্ফোরণ। বুধবার দুপুরে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই। পুলিশ সূত্রে খবর বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে। যদিও বাড়ির বাসিন্দাদের দাবি, সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কামারহাটি ৫৪ নম্বর ধুবিয়াবাগানে বাড়িতে বসেই বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিস্ফোরণে দুজন আহত হয় বলে জানা গিয়েছে। যার মধ্যে একজন গুরুতর আহত। নাম শেখ নিশান (৪২)। যদিও পরিবারের দাবি, রান্নার সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রেখেছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ সুবীর রায়ও উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। ঘটনাস্থলে রয়ছে দমকল বিভাগও।

এই ঘটনায় কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে এই ঘটনায় আহতের এক আত্মীয়র দাবিতে অসংগতি রয়েছে। তিনি একবার দাবি করেছেন, কেউ বোমা মেরে চলে গিয়েছে। আবার পরক্ষনে তিনি দাবি করে, সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। এবার কামারহাটিতে বিস্ফোরণ। বুধবার দুপুরে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। 

আরো পড়ুন      জীবনী  মন্দির দর্শন  ইতিহাস  ধর্ম  জেলা শহর   শেয়ার বাজার  কালীপূজা  যোগ ব্যায়াম  আজকের রাশিফল  পুজা পাঠ  দুর্গাপুজো ব্রত কথা   মিউচুয়াল ফান্ড  বিনিয়োগ  জ্যোতিষশাস্ত্র  টোটকা  লক্ষ্মী পূজা  ভ্রমণ  বার্ষিক রাশিফল  মাসিক রাশিফল  সাপ্তাহিক রাশিফল  আজ বিশেষ  রান্নাঘর  প্রাপ্তবয়স্ক  বাংলা পঞ্জিকা