সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের বিরুদ্ধে বিস্ফোরক পুত্রবধূ স্বাতী

সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের বিরুদ্ধে বিস্ফোরক পুত্রবধূ স্বাতী

দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। বাধ্য হয়েছেন বাড়ি ছাড়তে। বাবা-ছেলে মিলে অত্যাচার করেছে। সোশ্যাল মিডিয়ায় এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিধায়ক মদন মিত্রের পুত্রবধূ স্বাতী রায়। মদন মিত্র ও তাঁর বড় ছেলে স্বরূপ মিত্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন স্বাতী।প্রাণে বাঁচতে তিনি কলকাতা ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে সব তথ্য-প্রমাণ ফাঁস করবেন বলেও উল্লেখ করেছেন স্বাতী। যদিও বিধায়কের দাবি, এ ব্যাপারে তেমন কিছু জানেন না তিনি। তবে, বছর দুয়েক আগে যে স্বাতী শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন, সে কথা স্বীকার করেছেন মদন মিত্র।

শনিবার ফেসবুকে ভিডিওটি আপলোড করেন মদন মিত্রর (Madan Mitra) বড় ছেলের বউ স্বাতী রায়। তিনি জানান, ২০১৪-তে তৃণমূল বিধায়কের বড় ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পরেই চেনা মানুষটা বদলে যায়। তাঁর অভিযোগ, "বিয়ের পর জানতে পারি যাঁর সঙ্গে বিয়ে হয়েছে সে একটি সাইকোপ্যাথ। ঘুমের ওষুধ খেতো। মুঠো মুঠো ঘুমের ওষুধ খেতো। সঙ্গে মদ্যপান করত। আমার গায়ে হাত তুলতে শুরু করল।

অকথ্য ভাষায় গালাগালাজ করত। আমার শ্বশুর-শ্বাশুড়ি প্রচণ্ড চেষ্টা করেছে মারের হাত থেকে বাঁচানোর। কিন্তু, আমি বিচার চেয়েছিলাম। প্রতিবার মার খেতাম, যন্ত্রণা হত। সেই যন্ত্রণা ভোলার আগেই আবার মার খেতাম। সেটার কোনও বিচার আমি পাইনি।" তাঁর আরও অভিযোগ, ২০১৯-এ কোনও মতে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। নিজের মায়ের কাছে থাকতে শুরু করেন।

এরপরও মদন মিত্রর বড় ছেলের তরফে তাঁকে হুমকি দেওয়া হয়। ভয়ে দিদির বাড়িতে তিনমাস কাটান তিনি। মানসিক ভাবে ভেঙে পড়েন। এখানেই শেষ নয়, স্বাতী রায়ের দাবী, আড়াই বছর আলাদা থাকাকালীনও তৃণমূল বিধায়কের বড় ছেলের দ্বারা বারবার নির্যাতিত হয়েছেন। হাসপাতালেও ভর্তি হয়েছেন। তাঁর অভিযোগ, "এদের চাপে আমি আত্মহত্য়ার চেষ্টা করি। কিন্তু ফিরে আসি। কারণ আমার একটা ছোট বাচ্চা আছে। ওর আমাকে দরকার। আমি বাঁচতে চাই। আমি মরতে চাই না। আমার পরিবারের লোকদের হুমকি দেওয়া হচ্ছে।

আমি ওদের কোনও জিনিস নিইনি। আমার সব জিনিস ওদের কাছে। আর্থিক ভাবে এবং মানসিক ভাবে আমাকে মেরে ফেলতে চাইছে।" তাঁর দাবী, সমস্ত অভিযোগ সত্যি। কেউ প্রমাণ চাইলে ছবি এবং নথিও দেখাতে পারবেন। এই বিষয়ে জানার জন্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) বলেন, "এটা সম্পূর্ণ ভাবে আমার ছেলের ব্যাপার। আমি এই ধরনের কোনও খবর রাখি না। আমি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি। পড়শু দিনও স্বাতী আমার দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে ছিল। ছেলেকে নিয়ে খেলাধুলো করেছেন। তবে ভারতবর্ষে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনে যা আছে তাই হবে।