ফেসবুকে রেকর্ড বেতনের চাকরির অফার পেলেন ফাইনাল ইয়ারের পড়ুয়া অদিতি

ফেসবুকে রেকর্ড বেতনের চাকরির অফার পেলেন ফাইনাল ইয়ারের পড়ুয়া অদিতি

NIT Patna পড়ুয়ার কপালে জুটল 1 কোটি 60 লাখের বেতনের চাকরির অফার। রেকর্ড বেতনের এই চাকরির অফার পেয়েছেন ফাইনাল ইয়ারের পড়ুয়া অদিতি তিওয়ারি Aditi Tiwari। 1 কোটি 60 লাখ বেতনের চাকরির অফার পাওয়া অদিতি ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। তাঁর বাবা টাটা স্টিলে ও মা সরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত।

 2022 সাল কর্মসংস্থানের সুযোগের নিরিখে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ইতিবাচক ছিল। সব মিলিয়ে প্রায় 110% প্লেসমেন্ট হয়েছে চলতি বছরে। বিগত 5 বছরের রেকর্ডও ভেঙে দিয়েছে চলতি বছরের প্লেসমেন্ট রেকর্ড। এর আগে NIT পটনার কোনও পড়ুয়ার সর্বোচ্চ বেতন ছিল 50-60 লাখ। যার থেকে দ্বিগুণ বেতনের চাকরির অফার পেলেন অদিতি।

উল্লেখযোগ্য, চলতি বছরে Amazon, Linkedin, Paytm, Adobe এর মতো সংস্থাগুলি থেকে চাকরির অফার পেয়েছেন NIT পটনার পড়ুয়ারা। অতিমারির কারণে গোটা বিশ্বেই সঙ্কটাপন্ন ছিল অর্থনীতি। COVID অতিমারির কারণে চাকরির বাজারে বিগত দু'বছর ধরে মন্দা চলছিল। যার জেরে উদ্বিগ্ন ছিলেন কলেজ পড়ুয়ারা। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের চাকরির বাজার।