আধার কার্ডে কোন ফোন নম্বর রেজিস্টার্ড করা রয়েছে কি না জানুন এইভাবে

আধার কার্ডে কোন ফোন নম্বর রেজিস্টার্ড করা রয়েছে কি না জানুন এইভাবে

আপনিও কী ভুলে গিয়েছেন আপনার আধার কার্ডে কোন মোবাইল নম্বর দেওয়া রয়েছে । এবার আপনি মাত্র ২ মিনিটেই জেনে যাবেন কোন মোবাইল নম্বর রেজিস্টার্ড করা রয়েছে । বর্তমানে একাধিক কাজের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক ।

ফলে কোন ফোন নম্বর রেজিস্টার্ড রয়েছে সেটা জেনে রাখা বেশ জরুরি । কোন ফোন নম্বর রেজিস্টার্ড রয়েছে দেখে নিন এইভাবে- UIDAI এর ওয়েবসাইট https://uidai.gov.in/ লগইন করতে হবে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে একাধিক ক্যাটাগরি রয়েছে এখানে My Aadhar ক্যাটাগরিতে যেতে হবে। 

এই ক্যাটাগরিতে Aadhar Services অপশন থাকবে এই অপশনে ক্লিক করার পর Verify Email/Mobile Number এর একটি নতুন উইন্ডো খুলে যাবে এই উইন্ডোতে আপনার আধার নম্বর ও নীচের বক্সে মোবাইল নম্বর এন্টার করতে হবে এরপর ক্যাপচা কোড দিয়ে ওটিপি জেনারেট করতে হবে ।

আপনার নম্বর প্রথম থেকে রেজিস্টার্ড থাকলে মেসেজ আসবে The Mobile you have entered already verified with our records । অর্থাত্‍ আপনার নম্বর আধারের সঙ্গে রেজিস্টার্ড রয়েছে । আর যদি মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার্ড না থাকে তাহলে The Mobile number you had entered does not match with our records এই মেসেজ আসবে ।

অর্থাত্‍ অন্য কোনও মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা রয়েছে । মোবাইল নম্বরের মতো ই-মেল আইডি চেক করার জন্যেও এই পদ্ধতি ফলো করতে হবে । UIDAI এর তরফে নতুন আধার কার্ড জারি করা হয়ে থাকে ।