মুর্শিদাবাদে সাতসকালে মর্মান্তিক পথো দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু

মুর্শিদাবাদে Murshidabad যাত্রা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৪ । যাত্রাপালা দেখে মোটরবাইকে করে ফেরার পথে প্রাণ গেল চার যুবকের। সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, মৃত যুবকদের নাম দীপ বাগদি (২৪), কল্যাণ বয়েন (২০), রনিত মাঝি (১৯) ও বিদ্যুৎ বাগদি (২৩)। দীপ ও কল্যাণ বেলগ্রামের বাসিন্দা। কীর্ণাহারের বাসিন্দা রনিত মাঝি দীপের ভাগ্না। আর তালোয়া গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বাগদি।
একটি মোটরবাইকে করেই চারজনে ফিরছিলেন। মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীর্ণাহারের বাসিন্দা রনিত মাঝি বেলগ্রামে মামারবাড়িতে এসেছিলেন। রবিবার রাতে বেলগ্রামের বাসিন্দা দীপ বাগদি ও কল্যাণ বয়েনের সঙ্গে যাত্রা শুনতে পাশের গ্রাম, মাড্ডায় গিয়েছিলেন রণিত ও বিদ্যুৎ।
সারারাত যাত্রাপালাতেই কাটান তাঁরা। এরপর এদিন ভোরে চারজনে মিলে একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে বড়ঞা থানার অন্তর্গত মড্ডা গ্রামে তাঁদের মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারে এবং মোটরবাইক নিয়ে চারজনই খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ বাগদি ও কল্যাণ বয়েনের। গুরুতর আহত হন রনিত মাঝি ও বিদ্যুৎ বাগদি।
মর্মান্তিক এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়ঞা থানার পুলিশ। এরপর স্থানীয়দের সাহায্যে বড়ঞা থানার পুলিশ দীপ বাগদি ও কল্যাণ বয়েনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতলে পাঠায়। গুরুতর আহত রনিত মাঝি ও বিদ্যুৎ বাগদিকেও উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতলে নিয়ে যায়। কিন্তু, হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় রনিত মাঝি ও বিদ্যুৎ বাগদির। তাঁদের দেহও ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
সাতসকালে এভাবে মোটরবাইক দুর্ঘটনায় এলাকায় জেরে বড়ঞা থানার মড্ডা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। তবে বেপরোয়াভাবে মোটরবাইক চালানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক নিয়ম উপেক্ষা করেই চার যুবক একটি মোটরবাইকে করে ফিরছিলেন।
কারোর মাথাতেই হেলমেট ছিল না। মোটরবাইকের গতিও অত্যান্ত বেশি ছিল। এমনকি চারজনে যাত্রা শুনতে গিয়ে সারারাত ধরে মদ্যপান করেছিলেন বলেও জানা গিয়েছে। তার জেরেই বেসামাল হয়ে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মেরে খাদে পড়ে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বড়ঞা থানার পুলিশ জানিয়েছে।