গাজোল বিধানসভা কেন্দ্রঃ মালদা জেলার একটি বিধানসভা কেন্দ্র গাজোল

গাজোল (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি এসসি এর জন্য সংরক্ষিত। পূর্বে এই কেন্দ্রটি এসটি এর জন্য সংরক্ষিত ছিল। সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৪৪ নং গাজোল (এসসি) বিধানসভা কেন্দ্রটি গাজোল সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত| গাজোল (এসসি) বিধানসভা কেন্দ্রটি ৭ নং মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই জেলার গজল বিধানসভা কেন্দ্রে সিপিএম-এর প্রার্থী দীপালি বিশ্বাস ৮৫ হাহাজার ৯৪৯৯টি ভোট পেয়ে তৃণমূল প্রার্থী সুশীল চন্দ্র রায়কে পরাজিত করেন। তৃণপমূল প্রার্থী সুশীল চন্দ্র রায় পান ৬৫ হাজার ৩৪৭টি ভোট।
আর পড়ুন হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া মানিকচক, মালদহ, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর
পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্য নির্বাচন, ২০২১: গাজোল (এসসি) বিধানসভা কেন্দ্র ভোট গ্রহণ ২৬ এপ্রিল | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | বাসন্তী বর্মণ | ||||
বিজেপি | চিন্ময় দেববর্মন | ||||
সিপিএম | অরুণ বিশ্বাস | ||||
ভোটার উপস্থিতি |
২০১৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা গাজোল (এসসি) বিধানসভা কেন্দ্র
দল | প্রার্থী | ভোট |
তৃণমূল | সুশীলচন্দ্র রায় | ৬৫ হাজার ৩৪৭টি |
সিপিআই(এম) | দীপালি বিশ্বাস | ৮৫ হাহাজার ৯৪৯৯টি |
বিজেপি | সুধাংশু সরকার | ২৮,৭৬৮ |
কংগ্রেস |
গ্রাম পঞ্চায়েত অনুযায়ী গাজোল ব্লকের জনসংখ্যা (২০১১ জনগণনা) |
---|
গ্রাম পঞ্চায়েত | পুরুষ | মহিলা | মোট |
---|---|---|---|
আলাল | ১৭৪৮২ | ১৬৭৬২ | ৩৪২৪৪ |
করকচ | ১২১৪১ | ১১৫৩২ | ২৩৬৭৩ |
দেওতলা | ১০৮২০ | ১০৩৭১ | ২১১৯১ |
বাবুপুর | ৬৭৭৬ | ৬৭৬২ | ১৩৫৩৮ |
সালাইডাঙ্গা | ১৪৬৭৬ | ১৪২৫৩ | ২৮৯২৯ |
গাজোল ১ | ১৫৭০৩ | ১৫৪৭৩ | ৩১১৭৬ |
গাজোল ২ | ৯২০৮ | ৯২৩৪ | ১৮৪৪২ |
শাহজাদপুর | ১১৮০৬ | ১১৬৭২ | ২৩৪৭৮ |
চাকনাগর | ৮৯৯০ | ৮৬৫০ | ১৭৬৪০ |
বৈরগাছি ১ | ৬৪৫৭ | ৬৩০২ | ১২৭৫৯ |
বৈরগাছি ২ | ১১৮৫৩ | ১১৫৫৫ | ২৩৪০৮ |
পাণ্ডুয়া | ১৭৮৪৯ | ১৭১৫০ | ৩৪৯৯৯ |
রানীগঞ্জ ১ | ৭৫২৬ | ৭১১১ | ১৪৬৩৭ |
রানীগঞ্জ ২ | ৯৬৭৩ | ৯৩২৬ | 18999 |
মাঝরা | ১৩৫৭৬ | ১৩১৪১ | ২৬৭১৭ |
মোট | ১৭৪৫৩৬ | ১৬৯২৯৪ | ৩৪৩৮৩০ |
২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের সুশীল চন্দ্র রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর গোবিন্দ মণ্ডলকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:গাজোল (এসসি) কেন্দ্র | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | সুশীল চন্দ্র রায় | ৭৪,৬৫৪ | ৪৬.১০ | +৭.৪৪# | |
সিপিআই(এম) | গোবিন্দ মণ্ডল | ৬৯,০৭০ | ৪২.৬৫ | -৪.৭৮ | |
বিজেপি | প্রফুল্ল চন্দ্র সরকার | ৮,৫১৪ | ৫.২৬ | ||
নির্দল | প্রদীপ কুমার সরকার | ২,৫৯২ | |||
এসইউসিআই(সি) | গৌতম সরকার | ২,১৮৬ | |||
বিএসপি | কমল চন্দ্র সরকার | ১,৯২১ | |||
সিপিআই(এম-এল) এল | মানবেন্দ্র রায় | ১,৬৯৫ | |||
নির্দল | পার্থ বিশ্বাস | ১,৩০৯ | |||
ভোটার উপস্থিতি | ১৬১,৯৪১ | ৮৬.৬৬ | |||
সিপিআই(এম) থেকে কংগ্রেস অর্জন করেছে | সুইং | +১২.২২# |
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | গাজোল | ধরনীধর সরকার | ভারতের কমিউনিস্ট পার্টি |
১৯৫৭ | আসন নেই | ||
১৯৬২ | আসন নেই | ||
১৯৬৭ | ডি. মুর্মু | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৬৯ | লক্ষণ সারেন | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৭১ | সুফল মুর্মু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৭২ | বেঞ্জামিন হেমব্রোম | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৭৭ | সুফল মুর্মু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৮২ | সুফল মুর্মু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৮৭ | সুফল মুর্মু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৯১ | দেবনাথ মুর্মু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৯৬ | দেবনাথ মুর্মু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
২০০১ | সাধু টুডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
২০০৬ | সাধু টুডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
২০১১ | সুশীল চন্দ্র রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২০১৬ | দীপালি বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |