বাথরুমে যান ফোন নিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনছেন

আজ বাংলা: বাথরুমের কমোডে বসে আপনি ফোন ব্যবহার করেন? যদি করে থাকেন তাহলে নিজের অজান্তেই ডেকে আনছেন নিজের বিপদ। ইয়ং জেনারেশনের অনেকেই বাথরুমের কমোডে বসে ফোন ব্যবহার করার বদঅভ্যাস হয়েছে।ফেসবুক করা হোয়াটসঅ্যাপ করা অথবা গুগোল একবার চোখ বুলিয়ে নেয়া, অথবা গান শোনা ইত্যাদি অভ্যাস ইদানীংকালে অনেকের মধ্যেই তৈরি হয়েছে। কিন্তু নিজেদের জীবন থেকে বাদ দিতে হবে এই ক্ষতিকর অভ্যাস।
গবেষণা করে দেখা গেছে বাথরুমে মোবাইল ব্যবহার করা একদমই স্বাস্থ্যসম্মত নয়। তার পেছনে বেশ কয়েকটি কারণ দিয়েছেন বিজ্ঞানীরা।বিজ্ঞানীদের মতে বাথরুমে বসে ফোন ঘাঁটি এই শরীরে বাসা বাঁধে নানারকম হানি কারক ব্যাকটেরিয়া। আমাদের বাথরুম বেশিরভাগ সময়ই জলে ভিজে থাকে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই ভেজা অবস্থা ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধি করতে সাহায্য করে।
তাই বাথরুমে বসে ফোন ঘাটলে তা অন্যমনস্কতার সাথে কবরের পাশে রাখা অথবা ভাল করে হাত না ধোয়া ইত্যাদি থেকে সালমোনেল্লা, ই কোলাই, সিগেল্লা, ক্যামফাইলোব্যাক্টর এর মত ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে।গবেষকরা আরো জানিয়েছেন মোবাইল ব্যবহার করতে করতে আমাদের মোবাইলে তাপমাত্রা বৃদ্ধি হয়। আর সেই বেশি তাপমাত্রা ব্যাকটেরিয়ার জন্য খুব অনুকুল।
আমরা নানা রকম কভার ফোনে লাগাই। বেশিরভাগ রাবারের তৈরি। আর এই রাবারের মধ্যে বাসা বাঁধে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাস। বাথরুমের কল, ফ্লাশ, দরজার লক ব্যবহারের পর সেই হাত ফোনের স্ক্রিনে দিলে সেখানে ও জন্মায় ভয়ংকর ভাইরাস।মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা এই ভাইরাস আমাদের হাতের মাধ্যমে খাবারের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করতে পারে।পরীক্ষায় দেখা গেছে ফোনের স্ক্রিনে গ্যাস্ট্রোর এর মত ক্ষতিকর ভাইরাস জন্মাতে।
আরো পড়ুন জীবনী মন্দির দর্শন ইতিহাস ধর্ম জেলা শহর শেয়ার বাজার কালীপূজা যোগ ব্যায়াম আজকের রাশিফল পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড বিনিয়োগ জ্যোতিষশাস্ত্র টোটকা লক্ষ্মী পূজা ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজ বিশেষ রান্নাঘর প্রাপ্তবয়স্ক বাংলা পঞ্জিকা