১২০ কেজি ওজনের সোনার মূর্তি দিয়ে তৈরি করা হচ্ছে বৈষ্ণব সন্তের মন্দির

১২০ কেজি ওজনের সোনার মূর্তি দিয়ে তৈরি করা হচ্ছে  বৈষ্ণব সন্তের মন্দির

 আজবাংলা  দেশে রাম মন্দিরের পর এবার তৈরি হতে চলেছে, বৈষ্ণব সন্ত স্বামী রামানুজাচার্যের মন্দির। এই মূর্তিটি তৈরি হচ্ছে ১২০ কেজি সোনা দিয়ে। স্বামী রামানুজাচার্যের এক হাজার বছরের জন্মবার্ষিকী উপলক্ষে এই মন্দির তৈরির কাজ চলছে। এটি করা হবে, হায়দ্রাবাদ থেকে ৪০ কিমি দূরে রামনগরে।

মূর্তিটি রাখা হবে, মন্দিরের গর্ভগৃহে। এরই মধ্যে ২১৬ ফিট উঁচু একটি ‘‌পঞ্চলোহা’র‌ মূর্তি তৈরিও করা হয়ে গিয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘‌স্ট্যাচু অফ ইকুয়ালিটি’‌।একাদশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন স্বামী রামানুজাচার্য। তিনি ভারতের সমাজ ব্যবস্থায় বিরাট পরিবর্তন এনেছিলেন। সেই সময়ের প্রাচীন সমাজে অনেক বেশি জাতপাতের ভেদাভেদ ছিল।

সেইসময় দাঁড়িয়ে তিনি সমানাধিকারের কথা প্রচার করেছিলেন। উনি বেঁচে ছিলেন ১২০ বছর। সেইকারনে, ওনার দ্বিতীয় মূর্তিটি তৈরি হচ্ছে ১২০ কেজি সোনা দিয়ে। চিনের একটি সংস্থা এই মূর্তি নির্মাণে সাহায্য করছে। এই মূর্তিটি তৈরির পিছনে খরচ হয়েছে ৪০০ কোটি টাকা।

হায়দ্রাবাদ ও রামনগরে প্রায় ৩৪ একর জমি নিয়ে তার উপর করা হচ্ছে এই বিশাল বড় মন্দির। এই ‘‌স্ট্যাচু অফ ইকুয়ালিটি’র পাশেই তৈরি হচ্ছে মন্দির এবং রামানুজাচার্যের সোনার মূর্তিটি। এটি করতে সবমিলিয়ে খরচ হচ্ছে ১০০০ কোটি টাকা।

এছাড়া অযোধ্যায় রাম মন্দিরের পাশাপাশি রামের মূর্তিও হবে বলে আগেই জানিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যা জেলার বরহাটা গ্রামে হবে শ্রী রামের সেই আকাশছোঁয়া মূর্তি। যার উচ্চতা হবে ২২১ মিটার।