মাত্র ৪২০ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ১০ হাজার Pension-এর বড় সুযোগ

মাত্র ৪২০ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ১০ হাজার Pension-এর বড় সুযোগ

অত্যন্ত সুরক্ষিত ভাবে বিনিয়োগ করতে হলে কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা (Atal Pension Yojana APY) অত্যন্ত ভাল একটি প্রকল্প । দেরি না করে আজই যাচাই করে বিনিয়োগ করতে পারেন। ২০১৫ সালে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষের জন্য নরেন্দ্র মোদির (Narendra Modi Government) নেতৃত্বে কেন্দ্রীয় প্রকল্পটির শুভ সূচনা হয় ।

১৮ থেকে ৪০ বছর বয়সী সমস্ত ভারতীয় নাগরিক এই পেনশনের বিশেষ সুবিধা পাবেন । যাঁদের কাছে পোস্ট অফিস বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাঁরা ৬০ বছর পরে পেনশন শুরু করবেন । অটল পেনশন যোজনায় বিনিয়োগ করলে ৬০ বছর পরে ১,০০০ ২,০০০ ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা করে নিশ্চিত পেনশন পেতে পারেন । ৫,০০০ টাকা করে পেনশন পেতে গেলে যাঁর ১৮ বছর বয়স তাঁকে বিনিয়োগ করতে হবে ২১০ টাকা করে ।

আর ৬০ বছর পরে প্রতি মাসে নিশ্চিত পেনশন পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি । ৩৯ বছরের কমে স্বামী-স্ত্রী ৪২০ টাকা করে জমা করলেই ৬০ বছর পরে মাসে ১০,০০০ টাকা করে পেতে পারেন । এই যোজনায় ৬০ বছর পরে মাসে ১,০০০ টাকা পেনশন পেতে গেলে ৪২ টাকা করে বিনিয়োগ করতে হবে, ২,০০০ টাকা পেতে গেলে ৮৪ টাকা করে বিনিয়োগ করতে হবে ।

৩,০০০ টাকা পেনশনের জন্য ১২৬ টাকা করে মাসে জমা দিতে হবে । ৪,০০০ টাকা করে মাসিক পেনশন পেতে গেলে মাসে ১৬৮ টাকা করে বিনিয়োগ করতে হবে । অটল পেনশন যোজনায় বিনিয়োগ করলে সংবিধানের ৮০ সি ধারা অনুযায়ী ১.৫ লক্ষ টাকা আয় করে ছাড়া পাওয়া যাবে । বেশ কিছু বিশেষ ক্ষেত্রে আরও ৫০,০০০ টাকা বাড়তি আয়করে ছাড় পাওয়া যাবে । তাই সব মিলিয়ে আয়করে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব ।