চুলে খুশকি নয়, খুশকি স্ক্যাল্পে থাকলে দেখে নিন ঘরোয়া সমাধান

আজবাংলা শীতে কম বেশি সকলেরই খুশকি বা ফ্লেকি স্ক্যাল্প-এর সমস্যা দেখা যায়। খুশকি ও স্ক্যাল্পে ফ্লেকস এ দুইয়ের মধ্যে অনেকে আসল তফাত ধরতে না পারাতে এর ট্রিটমেন্ত-ও সঠিকভাবে করতে পারে না। তাই শুরুতেই খুশকি ও স্ক্যাল্পে ফ্লেকস এই দু’টোর মধ্যে তফাৎ বোঝাটা জরুরি।
প্রথমত, খুশকি সাধারণত তৈলাক্ত হলদে বা সাদাটে রঙয়ের বড় বড় ফ্লেক-এর মত হয়। আর ড্রাই স্কাল্প এ যেসব ফ্লেক দেখা যায়, সেটা তৈলাক্ত হয় না এবং খুব ছোট হয়ে থাকে। খুশকির ক্ষেত্রে মাথার স্কাল্প তৈলাক্ত, লালচে এবং মাছের আঁশের মত দেখতে হয়ে যায়, যেটা অন্য ক্ষেত্রে হয় না। আর ড্রাই স্কাল্প হলে আপনার শরীরের অন্য অংশেও এরকম সমস্যা দেখা দেবে।
যদি শুধু খুশকির সমস্যা হয়ে থাকে তাহলে শরীরের অন্য অংশে এরকম হবে না। তবে দুই ক্ষেত্রেই যেটা কমন সেটা হল, মাথা চুলকাবে। এখন লক্ষণতো জানা হল, এবারে কোনটার কী প্রতিকার সেটা জেনে নেয়া যাক।
১. লেবু বেকিং পাউডার ভিনিগার- তিন টেবিল চামচ লেবুর রস, তিন টেবিল চামচ বেকিং পাউডার আর এক কাপ ভিনিগার মিশিয়ে মিশ্রণ বানিয়ে চুলের ত্বকে লাগান। হালকা হাতে ৫-৭ মিনিট ম্যাসাজ করুন। ত্বকে জ্বালা করতে পারে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
২.নারকেল তেল, অলিভ অয়েল, মধু ও টক দই- দুই চা চামচ নারকেল তেল, ২ চা চামচ অলিভ অয়েল, ২ চা চামচ মধু এবং ৩ চা চামচ টক দই ভালো করে মিশিয়ে চুলের গোঁড়ায় লাগিয়ে ১০ মিনিট ভালোভাবে মাথার স্ক্যাল্প ম্যাসাজ করুন। এরপরে ৪০ থেকে ৪৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৩. মুলতানি মাটি ও লেবু জল- এক কাপ মুলতানি মাটি ৩ থেকে ৪ চামচ লেবুর রস এবং প্রয়োজন মত জল মিশিয়ে একটা স্মুদ পেস্ট বানিয়ে নিন। এরপরে মাথার স্ক্যাল্প-এ লাগিয়ে ২০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ফেলুন।
৪. ডিম-টক দই-মধু- ১ টা ডিম, দুই থেকে তিন টেবিল চামচ টক দই আর দুই চা চামচ মধু, ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্প-এ লাগান। সবচেয়ে ভালো ফল পেতে সপ্তাহে একবার এই প্যাক-টি ব্যবহার করুন।
৫. অ্যাপেল সাইডার ভিনেগার- দুই থেকে তিন টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার তুলোর বলের সাহাজ্যে মাথার স্ক্যাল্প-এ চেপে চেপে লাগান। হালকা হাতে দুই-তিন মিনিট ম্যাসাজ করুন। দশ মিনিট পরে শুধু জল দিয়ে ধুয়ে ফেলুন।
৬.শ্যাম্পু ও অ্যাস্পিরিন- আপনার রেগুলার শ্যাম্পু সামান্য জল দুয়ে গুলে নিয়ে, তাতে দুটো অ্যাস্পিরিন ট্যাবলেট গুঁড়ো করে মেশান। এই মিশ্রণটি চুলে লাগিয়ে দু মিনিট রাখুন । তারপরে ধুয়ে ফেলুন।