পঞ্জাব থেকে আম আদমি পার্টির রাজ্যসভায় প্রার্থী হতে চলেছেন হরভজন

এবার রাজ্যসভায়। ২২ গজের পর এবার নয়া অবতারে নামতে পারেন ভাজ্জি। আম আদমি পার্টির (Aam Aadmi Party) তরফে তাঁকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। কেবলমাত্র রাজ্যসভা আসনই নয়, হরভজন সিংয়ের (Harbhajan Singh) জন্য আরও চমক রেখেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। Punjab পঞ্জাবের স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে প্রাক্তন এই ভারতীয় বোলারের কাঁধে।
বুধবারই পঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ভগবন্ত মান। আর শপথ নিয়েই তাঁর কর্মসূচিগুলির তালিকায় প্রথমে রেখেছেন খেলাধূলার উন্নয়নের বিষয়টি। ভগবন্তের ঘোষণা, জলন্ধরে একটি স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরি করবে আপ সরকার। পঞ্জাবে আপের ল্যান্ডস্লাইড জয়ের পর অরবিন্দ কেজরিওয়ালের দলকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল ভাজ্জিকে।
একটি টুইট করে তিনি ভগবন্ত মানকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। হরভজন লিখেছিলেন, ''শুভেচ্ছা বন্ধু। তুমি পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছো শুনে আমি খুব খুশি।'' Punjab পঞ্জাব বিধানসভা নির্বাচনে ঝাড়ু ঝড়ে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা। বিপুল জনসমর্থন নিয়ে প্রথমবারের জন্য সরকার গঠন করেছে আম আদমি পার্টি। বুধবার পঞ্জাবের প্রথম আপ সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ভগবন্ত মান।
তিনি হলেন পঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানও ছিল একেবারে অন্যরকম। ভগৎ সিংয়ের গ্রাম খাটকর কালানে এই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। প্রায় তিন লাখ আপ সমর্থকের সামনে এদিন শপথ নিলেন ভগবন্ত মান। শপথগ্রহণের পরই ভগবন্ত মান প্রথম বলেন, ''ভালোবাসা প্রত্যেকের জন্মগত অধিকার।
আসুন এবার দেশমাতৃকাকে ভালোবাসি।'' মাথায় হলুদ পাগড়িতে একেবারে 'রং দে বসন্তি' ঢাঁচে এদিন শপথ নিলেন ভগবন্ত। সাঙ্গরুর সাতোজ গ্রামে স্কুলশিক্ষকের পরিবারে জন্ম ভগবন্তের। ছোট থেকেই লোকজনকে হাসিয়ে মজা পান। হাস্যরসের মোড়কে সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো তুলে ধরে জনপ্রিয়তা পেলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে।
শহিদ উধম সিং গভর্নমেন্ট কলেজে বি.কম পড়াকালীন মাত্র ১৮ বছর বয়সে প্রথম কমেডির অডিয়ো ক্যাসেট প্রকাশ। তার পর টেলিভিশন শো 'জুগনু মস্ত মস্ত', মুহূর্তে যার টিআরপি আকাশছোঁয়া। আর পিছন ফিরে তাকাতে হয়নি। ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠলেন ভগবন্ত মান। 'পাঞ্জাব নু পাঞ্জাব বানান দি লড়াই', শহিদ ভগৎ সিংয়ের প্রকৃত পাঞ্জাব ফিরিয়ে আনার এই স্লোগানেই কিস্তিমাত করলেন মান।