মুর্শিদাবাদে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন

মুর্শিদাবাদে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন

 বহরমপুর   ফের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা। বহরমপুর পুরাতন হাসপাতাল হাজরাপাড়ার ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত এগারোটা নাগাদ স্থানীয় কিছু দুষ্কৃতী বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সেলিম সেখ নামে বছর ৫৫-র এক ব্যক্তিকে। অভিযোগ, তাকে মদের আসরে নিয়ে গিয়ে গুলি করা হয়।

এরপর বাড়ির লোক খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে বহরমপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  এলাকাবাসী জানান, তিনি খুব নিরীহ ব্যক্তি ছিলেন। এমনকী মাদকাসক্ত ছিলেন না।

একটি সাইকেলের দোকানে কাজ করতেন। কিন্তু কী কারণে খুন, কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ পরিবারের সদস্যরা প্রকৃত দোষীর শাস্তির দাবি করেন।