সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষিকা

সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষিকা

  স্বরূপনগর   সবুজ সাথী সাইকেল চুরি করে বিক্রি করার অপরাধে গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষিকা। ওই শিক্ষিকার নাম রিঙ্কু দাস। তাঁর সঙ্গে গ্রেফতার ক্রেতাও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার চারঘাট গার্লস হাই স্কুলের (West Bengal News)। মঙ্গলবার সবুজ সাথী'র সাইকেল বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

প্রধান শিক্ষিকা অভিযোগ অস্বীকার করেছেনবিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দাবি, সাইকেল গুলো বিক্রি করা হয়নি এলাকার দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের ব্যবহারের জন্য অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে ।  জানা গিয়েছে, চারটে সাইকেল একটি ভ্যানে করে নিয়ে যাচ্ছিল একজন ভ্যানওয়ালা।

অভিযুক্ত  রিঙ্কু দাস ও ভ্যনওয়ালা নুর আলম মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। অন্যদিকে, ওই ভ্যানওয়ালা দাবি করেছে, সে সাইকেল কিনেছে। তা করার জন্য পড়ুয়া সাজিয়ে ছোট ছেলেমেয়েদের নিয়ে যেত। এলাকার লোকের সন্দেহ হওয়ায় ভ্যানওয়ালাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে এবং জেরার মুখে ভ্যানওয়ালা স্বীকার করে ৩৭০ টাকা প্রতিটি সাইকেল দরে আটটি সাইকেল কিনে নিয়ে যাচ্ছিলেন ওই স্কুল থেকে। সাইকেলগুলি বিক্রি করে স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস।

এক একটি সাইকেলের মূল্য ৩৭০ টাকা হিসাবে সাইকেল বিক্রি করেন তিনি। এরপর ভ্যানওয়ালা এবং সাইকেলগুলিকে চারঘাট পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয় এলাকার মানুষ । এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয় স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস এবং ওই ক্রেতা।  ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।