দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা , ৬ রাজ্যে হাই অ্যালার্ট

ফের শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা (Rainfall Update)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবারও দিনভর বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। ইতিমধ্যেই জারি করা হয়েছে ওয়েদার অ্যালার্ট। কেবল কলকাতাই নয়, পশ্চিমবঙ্গ সহ মোট ৬টি রাজ্যে ভারী থেকে অতিভারীর সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। গোটা দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কখনও হালকা, কখনও আবার ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই চলতে পারে বজ্রপাও। বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা হ্রাস পেয়েছে শহরে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ৪০ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভূত হবে শহরে।
কেবলমাত্র কলকাতাই নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে বৃষ্টিপাত। অবশেষে কিছুটা হলেও বর্ষার ঘাটতি মিটছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এখনও একইভাবে বৃষ্টিপাত চলছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত (Rainfall Forecast) হবে পার্বত্য জেলাগুলিতে। IMD-র তরফে পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্যে অ্যালার্ট জারি করা হয়েছে।
গত ২৫ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত এই অ্যালার্ট জারি থাকবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ (West Bengal), সিকিম (Sikkim), অরুণাচলপ্রদেশ (Arunachal Pradesh), অসম (Assam), মেঘালয় (Meghalaya), নাগাল্যান্ড (Nagaland)। এই ৬ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। এছাড়াও ভারী বৃষ্টি হবে মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২৮ এবং ২৯ জুলাই প্রবল বৃষ্টিতে ভাসবে অসম, অরুণাচলপ্রদেশ এবং মেঘালয়। অন্যদিকে, আগামী চারদিন ভারী বৃষ্টিপাত হবে রাজস্থানে (Rajasthan)। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মুহূর্তে মনসুন ট্রফ লাইন উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আর এর জেরেই উত্তর ভারতে ক্রমশ বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ।
২৬ জুলাই পর্যন্ত গুজরাট (Gujarat), রাজস্থান, মধ্যপ্রদেশে বৃষ্টি চলবে। পঞ্জাব এবং হরিয়ানাতেও বৃষ্টি হবে। দিল্লিতেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এছাড়াও মহারাষ্ট্রের (Maharashtra) কঙ্কন উপকূলের আশপাশে ২৭ ও ২৮ জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি তেলঙ্গানাতেও (Telengana) ভারী বৃষ্টি হবে, হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই। হায়দরাবাদ (Hyderabad) সহ একাধিক এলাকার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।