নিম্নচাপের জেরে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

আজ থেকে রাজ্যে ব্যাপক হাওয়াবদলের সম্ভাবনা। নিম্নচাপের জেরে রাজ্য়ে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানা যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তই শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর দরুন রবিবার থেকে রাজ্যে হবে বৃষ্টিপাত। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
সকাল থেকেই কলকাতা এবং লাগোয়া এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দিনভর বৃষ্টিপাত চলবে কলকাতায়। সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানা যাচ্ছে। রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। আপাতত তাপমাত্রা বৃদ্ধির সেভাবে কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিছুটা কমবে। অস্বস্তি থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
চলতি মরশুমের শুরু থেকেই দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হয়নি। ফলে ব্যাপক বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছিল একাধিক জেলাতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশেষে এই নিম্নচাপের দরুণ বৃষ্টিপাত হতে চলেছে বলে জানা যাচ্ছে। কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত।
অর্থাৎ অবশেষে অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জানা যাচ্ছে, শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলাতে হতে পারে ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুলি, কোচবিহারে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
সেভাবে তাপমাত্রার বিশেষ তারতম্য ঘটবে না। উল্লেখ্য, এই বছর সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যখন বৃষ্টির আকাল লক্ষ্য করা গিয়েছিল, সেই সময় উত্তরবঙ্গের জেলাগুলি ভিজেছিল ভারী বৃষ্টিতে। সেখানে স্বাভাবিকের থেকে অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাত হয়, হাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে এমনটাই।