চন্দ্রযান ২ এর হাত ধরে হতে পারে সূর্য রহস্য ভেদ। কোনপথে ইসরো

চন্দ্রযান ২ এর হাত ধরে হতে পারে সূর্য রহস্য ভেদ। কোনপথে ইসরো

সূর্যকে ঘিরে চিরকালই জ্যোতির্বিজ্ঞানী তথা মহাকাশবিজ্ঞানীদের ফোকাস গভীর হয়েছে। এদিকে, সূর্যকে নিয়ে বহু অজানা রহস্যের পর্দা উন্মোচনের লক্ষ্যে বিশ্বের তাবড় পদার্থবিদরা গবেষণায় ব্রতী। এমনই এক পরিস্থিতিতে চন্দ্রযান ২ Chandrayaan-2 এর হাত ধরে বড় সাফল্য পেল ভারত।

কোন ঘটনা জানা যাচ্ছে?: ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটারির গবেষকরা জানিয়েছেন, সূর্যের করোনা স্তরে বিশাল পরিমাণ অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, সিলিকনের সমাহার। যার জেরে সূর্যের সর্বমোট উত্তাপ বেড়ে চলেছে বলে মনে করা হচ্ছে। এই তথ্য চন্দ্রযান ২ Chandrayaan-2 এর হাত ধরে এসেছে।

কী ঘটছে মহাকাশে?: সূর্যের করোনাস্তর থেকে অতিবেগুনি রশ্মি সামনে আসে। সঙ্গে থাকে আয়োনাইজড গ্যাস। যা ২ মিলিয়ন ফারেনহাইট তাপমাত্রায় সামনে আসে। এর নিচে ফটোস্ফিয়ারের তাপমাত্রা ১০ হাজার ডিগ্রি ফারেনহাইট। দুই স্তরের এই তাপমাত্রার রহস্যময় ফারাক 'করোনাল হিটিং ' সমস্যা বলে জানা যায়। নতুন গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে তাপমাত্রার যে ফারক দেখা যাচ্ছে তাতে উচ্চ তাপমাত্রা চৌম্বকীয় ক্ষেত্রের জেরে তৈরি হতে পারে।

সোলার এক্সরে ও চন্দ্রযান ২: চন্দ্রযান ২ এর সঙ্গে ২০১৯ সালেই 'সোলার এক্সরে' সংযুক্ত করা হয়। এরফলে সূর্য সম্পর্কে বিভিন্ন তথ্য ইসরোর হাতে এসে পৌঁছচ্ছে। সেই সোলার এক্সরে থেকে জানা যাচ্ছে যে চন্দ্রযানের কার্যকরী সময়ের মধ্যে সূর্যের অ্যাক্টিভিটি কমতির দিকে ছিল। ফলে তা থেকে যতটুকু তথ্য পাওয়া গিয়েছে, তা পেয়েছে চন্দ্রযান ২।