এবার বাড়িতেই করে ফেলুন ভার্জিন মহিতো

এবার বাড়িতেই করে ফেলুন ভার্জিন মহিতো

আজবাংলা  তেষ্টা মেটাতে হলে কোল্ডড্রিঙ্ক থেকে সরবত বা ডাবের জল খেতে থাকি আমরা। কিন্তু বর্তমানে কেএফসি দৌলতে আমরা প্রায় অনেক রকমের সরবত বা কোল্ডড্রিঙ্ক খেয়ে থাকি। কিন্তু সেইসব ড্রিঙ্ক এর দামও ভীষণ। সেইকারনে মন চাইলেও সব সময় খাওয়া যায় না। এদের মধ্যে থেকে একটি জনপ্রিয় ড্রিঙ্ক এর নাম হল ভার্জিন মহিতো। এটি ছোট থেকে বড় সকলেই পান করতে ভালোবাসে।

এখন এই জনপ্রিয় ভার্জিন মহিতো করে ফেলতে পারবেন বাড়িতেই। আসুন দেখে নিন এটি করতে গেলে কি কি লাগভে।

যা যা লাগবে -
১} লেবু-১টির ৪টুকরা
২} পুদিনাপাতা- ৪-৫টি
৩} স্প্রাইট-পরিমাণমতো
৪} চিনি(ইচ্ছা)-১ চা চামচ
৫} বরফকুচি-৪-৫টুকরা

প্রণালী- প্রথমে একটি লেবু নিতে হবে। এরপর লেবুটিকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। লেবুটিকে ৩০মিনিট মত ভিজিয়ে রাখতে হবে।  এবার, লেবুটিকে ভালো করে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এরপর একটি গ্লাসে পুদিনাপাতা ও লেবু দিয়ে এগুলা হাল্কাভাবে ক্রাশ করে নিতে হবে।

এরপর চিনি এবং পরিমান মত স্প্রাইট ঢেলে নিতে হবে। এরপর বরফকুচি দিতে হবে। এরপর ভালোভাবে ওই মিশ্রণটিকে নেড়ে নিতে হবে। এরপর তৈরি হউএ যাবে আপনার পছন্দের পানীয়। এবার একেবারে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ভার্জিন মোহিতো।ভালোভাবে করার জন্য একটি টিপস দেওয়া হল। ★পুদিনাপাতা ও লেবু বেশি ক্রাশ করবেন না। এতে টেস্ট একদম বাজে হয়ে যাবে।