মশার হাত থেকে রেহাই পেতে রইল কিছু সমাধান

মশার হাত থেকে রেহাই পেতে রইল কিছু সমাধান

আজবাংলা   মশার উপদ্রবে আমরা সবাই অতিষ্ট। বাড়িতে আমাদের প্রত্যেকেরই যেন নিত্যদিনের সঙ্গী, বিশেষ করে গরমকালে ও শীতকালে। মশার উপদ্রব যেমন অস্বস্তিকর, তেমনিই ঝুঁকি বাঁড়ায় রোগ জীবাণুর সংক্রমণেরও। একটু অসাবধানতা বা অসতর্কতার কারণে আমাদের স্বাস্থ্যও এতে চরমভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।

মশার উপদ্রব কিন্তু আজকে থেকে না! যুগ যুগ ধরেই আমরা এই যন্ত্রণা থেকে মোকাবেলার চেষ্টা করে আসছি। যদিও এখন মার্কেটে রয়েছে এই উপদ্রব নিরাময়ের নানা রকম ব্যবস্থা। কিন্তু না বুঝে প্রোডাক্টস ব্যবহার করার ফলে তা কিন্তু আমাদের শারীরিক ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিতে পারে। তাহলে কীভাবে পাবেন এই যন্ত্রণা থেকে মুক্তি?

আজকের প্রতিবেদনে সেইটাই আলোচনা করা হবে। আসুন দেখে নেওয়া যাক, আর থেকে মুক্তির জন্য কি কি পথ খোলা রয়েছে।

১. নিমের তেল-  নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো। তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়বে না এবং সেই সাথে ত্বকের অ্যালার্জি, ইনফেকশন জনিত নানা সমস্যাও দূর হবে।

২. ব্যবহার করা চা পাতা-  ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে। এর পাশাপাশি, নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায়।

৩. কর্পূর-  মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি যে কোন ফার্মেসিতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন।

এরপর এটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। দুই দিন পর জল পরিবর্তন করে নিন। আগের জলটুকু ফেলে দিবেন না। এই জল ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।

৪. রসুন-  রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকারী প্রাকৃতিক উপায়। ৫ ভাগ জলে ১ ভাগ রসুনের রস মেশান। মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। এতে করে যে কোন ধরণের রক্ত চোষারা আপনার ধারে কাছেও আসবে না।

৬. কেরোসিন তেল-  কেরোসিন তেল স্প্রে বোতলে নিন। কয়েক টুকরা কর্পূর মেশান। ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন রুমে। মশা থাকবে না। আশা রাখি, আপনি উপকৃত হবে।