দেখে নিন শীতের কাপড় ব্যবহারের আগে এই বিষয়গুলি

দেখে নিন শীতের কাপড় ব্যবহারের আগে এই বিষয়গুলি

আজবাংলা   বছর ঘুরে আবারো চলে এলো শীত। এখনই একটু একটু করে ঠাণ্ডা আবহা ঘিরে ধরছে। বিশেষ করে শেষ রাতের দিক করে বেশ ঠাণ্ডা ঠাণ্ডা লাগছে। ভোরের দিকে দেখা মেলে শিশির ভেজা ঘাস, রাস্তাঘাট, গাছপালা। সকালের কুয়াশা ঘেরা ঠাণ্ডা হাওয়াই জানান দেয় শীত খুব শীগ্রহ ঢুকছে।

সময় থাকতে থাকতে অনেকেই আলমারি থেকে তাদের শীতের গরম জামা কাপড় নামানো প্রায় শুরুই করে দিয়েছেন। কিন্তু শীতের কাপড় আলমারি থেকে বের করে সরাসরি ব্যবহার করাও উচিত না। কারণ বছর ধরে আলমারি বা বক্সে পড়ে থাকা অব্যবহৃত গরম কাপড়গুলো ভ্যাপসা একটা ভাব হয়ে নেতিয়ে থাকে।

এছাড়া পোকা আক্রমণেরও সম্ভাবনাও থাকে আর সাথে গুমোট একটা গন্ধতো আছেই। কাজেই এসব কাপড় আলমারি থেকে বের করে সরাসরি গায়ে দেয়া মোটেও স্বাস্থ্যসম্মত না। এতে করে অ্যালার্জিজনিত সমস্যা, রাশ ও শ্বাসকষ্ট হতে পারে। এইকারনে ব্যবহার করার আগে বিশেষ কিছুদিক মাথায় রাখা উচিত।

১. সোয়েটারঃ  সোয়েটার ব্যবহারের আগে ধুয়ে নেয়া ভালো। সোয়েটার মূলত উলেন বা পশমের হয়ে থাকে। কাজেই এটা ধুতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার না করে ঠান্ডা জলে শ্যাম্পু মিশিয়ে ধোয়া উচিত। আর সাথে অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে  নিলে কাপড়টা আরো ঝকঝকে থাকবে। তবে, সাদা কাপড়ের জন্য ভিনেগার একদম নয়। সেক্ষেত্রে, লেবুর রস মিশিয়ে নিলে উপকার পাওয়া যায়।

২. লেপ বা কম্বলঃ  লেপ ব্যবহারের আগে ভালো মতন রোদ লাগিয়ে কভারে ভরে গায়ে দিতে হবে। আর কম্বল ব্যবহারের আগে ড্রাই ক্লিন করিয়ে নিলে ভালো। সপ্তাহে একবার লেপ কম্বল দুটোই রোদ লাগিয়ে ঝেড়ে রাখতে হবে। কম্বলে খুব দ্রুতই ময়লা জমে আর এটা ধোয়ার মতো জিনিসও না। কাজেই কম্বলে কভার লাগিয়ে ঢেকে রাখলে ময়লা হবে না। নিয়মিত কম্বল আর লেপের কভার ধুয়ে পরিষ্কার রাখলেই হবে।

৩. কাথাঃ কাঁথার জন্য আলাদা কোন যত্নের প্রয়োজন হয় না। ব্যবহারের আগে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে এবং যতবার ময়লা হবে ততবারই একই পদ্ধতিতে পরিষ্কার করলেই কাঁথার যত্ন নেয়া হয়ে যায়।

৪. কোর্ট বা লেদারের কাপড়ঃ  কোট আর লেদারের কাপড় ঘরে না ধুয়ে লন্ড্রিতে ড্রাই ক্লিন করিয়ে পরিষ্কার করতে হবে। এসব কাপড় ব্যবহারের সময় যতটা যত্নশীল হতে হয় তেমনি ব্যবহারের পর হালকাভাবে নরম ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে হ্যাংগারে ঝুলিয়ে রাখতে হবে।

৫. ফ্লানেলের কাপড় বা অন্যান্য চাদরঃ  এসব কাপড়ের ক্ষেত্রেও সাবান ও ডিটারজেন্ট দিয়ে না ধুয়ে শ্যাম্পু দিয়ে ধুলে কাপড়ের উজ্জ্বলতা ঠিক থাকে এবং ঘন্টা খানেক ভিজিয়ে রেখে একটু কচলে নিলেই ময়লা পরিষ্কার হয়ে যায়। তবে বেশি ময়লা হলে এক্ষেত্রে হালকা গরম জলে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সামান্য কচলে নিলেই ময়লা উঠে যাবে, পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।