জয় বাংলা হয়েছে? তাহলে দূর করুন এইসব ঘরোয়া উপায়ে

আজ বাংলা: জয় বাংলা...আমাদের অনেকেরই হয়ে থাকে। চোখের সাদা অংশ বা কনজাংটিভা (Conjunctiva)-তে সংক্রমণ অনেক সময়েই হয়ে থাকে। আর একে চিকিৎসার ভাষায় কনজাংটিভাইটিস (Conjunctivitis) বা পিঙ্ক আই বলা হয়ে থাকে।এই কনজাংটিভাতে সংক্রমণের ফলে, চোখের ওই অংশের ব্লাড ভেসেলও সংক্রমিত হয়। ফলে ওই অংশ লাল বা পিঙ্ক হয়ে যায়। পাশাপাশি চোখ সামান্য ফোলাও দেখায়। চোখ জ্বালা করে বা কাঁকড় ঢুকেছে- এমন মনে হয়।
এই কনজাংটিভাইটিস-এর ক্ষেত্রে সাধারণত কোনও এক চোখেই সংক্রমণ হয়। তবে, দু'চোখেও একসঙ্গে হতে পারে। চোখ জ্বালা করা, চুলকানো, চোখ থেকে অতিরিক্ত জল পড়ার পাশাপাশি, চোখ খুলে রাখতে সমস্যা হতে পারে।এদিকে সম্প্রতি বেশ কয়েকটি সমীক্ষায় এই কনজাংটিভাইটিস-র সঙ্গে করোনা সংক্রমণের যোগসূত্র পাওয়া গেছে। এর ফলে যদি চোখে এমন কোনও সমস্যা হয়ে থাকে এবং খুবই বেশি রকমের সংক্রমণ হয়ে থাকে, তা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।
পিঙ্ক আই বা কনজাংটিভাইটিস সাধারণত সংক্রমণ থেকে হয় বা কোনও অ্যালার্জি থেকে হয়। তবে অনেকের মধ্যেই একটা ভুল ধারণা থাকে যে এতে চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা হয়। তবে চিকিৎসকদের মতামত অনুযায়ী, কনজাংটিভাইটিস হলে তা দৃষ্টিশক্তির উপরে প্রভাব ফেলে না। তবে চিন্তার বিষয় হল এটি খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। তাই ছড়ানোর আগেই এর চিকিৎসা শুরু করে দেওয়া দরকার।
ভাইরাল কনজাংটিভাইটিস (Viral Conjunctivitis) সাধারণত সংক্রমণ থেকে হয়। স্কুল, কলেজ বা বাসে-ট্রামে কারও হয়ে থাকলে তার সংস্পর্শে এলে এটি হতে পারে।ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে হতে পারে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস (Bacterial Conjunctivitis)। ঠাণ্ডা লাগলে, রেসপিরেটরি ইনফেকশন হলে বা গলায় ব্যথা বা ঘা হলে চোখে এমন হতে পারে।
এ ক্ষেত্রে চোখ লাল হয়ে ফুলে যাওয়া, চোখ থেকে ঘন তরল বেরোনোর মতো সমস্যা হতে পারে। অনেক সময়ে কনট্যাক্ট লেন্সের জন্যও এই ধরনের কনজাংটিভাইটিস হতে পারে।লাল বা পিঙ্ক রং হয়ে যায় চোখের সাদা অংশ। এটি সংক্রামক নয়। তবে, এটি হলেও চোখে চুলকানি, জ্বালাভাব, জল পড়ার মতো সমস্যা হয়ে থাকে। চোখের পাতা ভারী হয়ে যেতে পারে। সকালে ঘুম থেকে ওঠার সময়ে চোখের পাতা খুলতে সমস্যাও হতে পারে।প্রশ্ন উঠছে কনজাংটিভাইটিস হলে বাড়িতেই কী ভাবে সুস্থ হওয়া যায়-
চিকিৎসকের পরামর্শ নিতে হবে কি না, তা নির্ভর করে কী ধরনের কনজাংটিভাইটিস হয়েছে তার উপরে। যদি অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়ে থাকে, তা হলে কিছু দিনের মধ্যে তা বাড়িতেই সেরে যেতে পারে।আর যদি ভাইরাল হয়ে থাকে, তা হলে সেটা সাত দিন থেকে দশ দিন মতো সময় নিতে পারে। এ ক্ষেত্রে যদি বেশি ব্যথা হয় বা চোখে দেখতে সমস্যা হয়, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।আর যদি তেমন কিছু না হয়, তা হলে বাড়িতেই চিকিৎসা করা যেতে পারে।