জেনে নিন কলার খোসা দিয়ে মাত্র ৭ দিনে কিভাবে তুলবেন মুখের ব্রণর দাগ !!

আজ বাংলা : অনেক সময় ঠোঁটের ওপরে কালো রঙের ছাপ পড়ে যায় । বিশেষ করে মহিলাদের খুবই অসুবিধা হয় দেখে মনে হয় যেন পুরুষের মতো গোঁফের রেখা । কিন্তু আসলে সেটি শুধু মাত্র কালো ছাপ । মাত্র ৭ দিনে ঘরোয়া পদ্ধতিতে মুখের কালো দাগ মুছে ফেলতে পারেন।
জেনে নিন কিভাবে মুছে ফেলবেন মুখের কালো দাগ । কলার খোসা দিয়ে মুছে ফেলতে পারবেন আপনার মুখের কালো দাগ মাত্র ৭ দিনের মধ্যেই। অনেকেই ব্রণ বা ফুসকুড়ি ইত্যাদি হয়ে যাওয়ার পরেও কালো দাগ থেকে যায় মুখে এই রকম সমস্যায় ভোগেন ।
এই দাগ থেকে সকলেই মুক্তি পেতে চায় । তার জন্য অনেকেই কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করে । এতে স্কিল আরো বেশি খারাপ হয়ে যায় । ঘরোয়া একটি অতি সহজ পদ্ধতিতে এইসব দাগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন ।
একটি সিঙ্গাপুরি বা কাঁঠালি কলা নিন । কলা টি আপনার কোন কাজে লাগবে না কাজে লাগবে হল কলার খোসা । তাই কলা খেয়ে ফেললেও খোসাটি বর্জ্য পদার্থ হিসেবে পেলে না দিয়ে রেখে দিন । প্রথমে আপনার মুখটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিন ।
এরপর কলার খোসার ভেতরের যে সাদা অংশটি সেটি ভালো করে মুখে ঘষে নিন । অনেক সময় ধরে ঘষার পর যদি দেখেন কলার খোসার সাদা অংশটি ধূসর হয়ে গেছে তাহলে সেই খোসাটি আর ব্যবহার না করে ফেলে দিন তারপর অন্য একটি কলার খোসা নিয়ে মুখে ভালো করে ঘষতে থাকুন ।
এরপর কলার খোসা পুরো মুখে ঘষা হয়ে গেলে । কিছুক্ষণ মুখ না ধুয়ে ফ্যানের তলায় বসে থাকুন। এরপর মুখে আঠালো অনুভূতি হলে মুখটি ভালো করে ধুয়ে নিন । এইভাবে এই পদ্ধতিতে দেখবেন মুখের কালো দাগ অনেকটা হালকা হয়েছে । আর যদি টানা এই পদ্ধতি সাতদিন করতে পারেন তাহলে একেবারে মুখের কালো দাগ চলে যাবে । তাহলে যদি আপনি কোন ফলাফল না পান তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ সাথে যোগাযোগ করুন ।