হাওড়া মেডিক্যাল কলেজে চলছে কর্মী নিয়োগ

রাজ্য়ের সরকারি হাসপাতালে চাকরির সুযোগ। Howrah Medical College হাওড়া মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চলছে কর্মী নিয়োগ। মোট ১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র রেসিডেন্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদগুলি হল- ফার্মাকোলজি- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্যাথোলজি- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাইক্রোবায়োলজি- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ফরেন্সিক অ্য়ান্ড স্টেট মেডিসিন- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কমিউনিটি মেডিসিন- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অ্য়ানাস্থেলজি- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
রেডিয়োথেরাপি- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ফিজিক্য়াব মেডিসিন- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইমার্জেন্সি মেডিসিন- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ডেন্টিস্ট্রি- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের অবশ্য়ই মেডিক্যাল ডিগ্রি থাকতে হবে। এছাড়া নির্দিষ্ট ওই শাখায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ইন্টারভিউ- ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ইন্টারভিউয়ের তারিখ- ফার্মাকোলজি, প্য়াথোলজি, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক, অ্যানাস্থেলজি, রেডিয়োথেরাপি, ফিজিক্যাল মেডিসিন ও ইমার্জেন্সি মেডিসিনের জন্য ৩ নভেম্বর ইন্টারভিউ। ডেন্টিস্ট্রি পদের জন্য ৬ নভেম্বর ইন্টারভিউ নেওয়া হবে।
আরো পড়ুন জীবনী মন্দির দর্শন ইতিহাস ধর্ম জেলা শহর শেয়ার বাজার কালীপূজা যোগ ব্যায়াম আজকের রাশিফল পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড বিনিয়োগ জ্যোতিষশাস্ত্র টোটকা লক্ষ্মী পূজা ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজ বিশেষ রান্নাঘর প্রাপ্তবয়স্ক বাংলা পঞ্জিকা