শক্তি বাড়িয়ে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি

শক্তি বাড়িয়ে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি

শক্তি বাড়িয়ে রুদ্র রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় 'অশনি'। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অশনি'। তবে ভয়ঙ্কর রূপ ধারণ করলেও সাইক্লোন শেষ পর্যন্ত স্থলভাগে আছড়ে পড়বে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। আবহওয়াবিদদে একাংশের মতে, সমুদ্রেই শক্তি হারিয়ে ফেলবে 'অশনি'।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সাইক্লোনের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূ্র্বাভাস জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরী থেকে এই মুহূর্তে ৭৪০ কিমি দূরে রয়েছে সাইক্লোন। বিশাখাপত্তনম থেকে ঘূর্ণিঝড় অশনির দূরত্ব এই মূহূর্তে ৬৪০ কিমি।দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর বরাবর অগ্রসর হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়।

 সাইক্লোন প্রসঙ্গে IMD-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ''ওডিশা বা অন্ধ্রপ্রদেশ, কোথাও ল্যান্ডফল নাও হতে পারে ঘূর্ণিঝড়ের। পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ধরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কাছে ১০ মে সন্ধ্যায় পৌঁছবে ঝড়টি। কিন্তু, এরপরই গতিপথ বদল করবে ঝড়।

গতিপথ বদল করে উত্তর উত্তরপূর্ব দিকে এগিয়ে ওডিশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হবে।'' আবহবিদ সুজীব কর জানিয়েছেন, ''সাইক্লোন যত এগোচ্ছে, ততই শক্তি হারিয়ে ফেলছে। এটি যখন ওডিশা উপকূলে পৌঁছবে তখন নিম্নচাপ থাকবে শুধুমাত্র। বাংলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। তবে সমুদ্র উত্তাল থাকবে।'' তিনি আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় হয়ত সমুদ্রের মধ্যেই শক্তি হারিয়ে ফেলবে। ফলে আর ল্যান্ডফল হবে না।