'ওষুধ হিসেবে আমি মাদক নিতাম', এনসিবির কড়া জেরার চাপে পড়ে স্বীকারোক্তি অভিনেত্রীর

আজবাংলা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একেবারে নড়ে গিয়েছে গোটা বলিউড | অভিনেতার মৃত্যুর মামলা সিবিআইয়ের হাতে এসে পৌঁছনোর পর থেকেই উঠে আস্তে শুরু করেছিল নানা অজানা তথ্য | বিশেষ করে সামনে চলে আসে বলিউডের মাদকযোগ চক্র |
মাদকচক্রের সঙ্গে যুক্ত থাকার কারণেই গ্রেফতার কড়া হয় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে | বর্তমানে জেলায় দিন কাটাচ্ছেন রিয়া | রিয়ার গ্রেফতারির পরেই একে একে উঠে আসে তাবড় তাবড় বেশ কিছু সেলেবদের নাম | যারা সকলেই জড়িয়ে আছে মাদকচক্রে |
মাদকচক্রের সঙ্গে যোগ খুঁজে পাওয়া যায় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রাকুল প্রীত সিং সহ বেশ কিছু জনপ্রিয় সেলেবের | সেই সূত্র ধরেই আজ এনসিবির জেরার মুখোমুখি হতে হয়েছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানকে |
জানা যাচ্ছে, এই নামিদামি সেলেবদের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে মাদক চক্রের | আজ এনসিবির কড়া জেরায় অভিনেত্রী দীপিকা পাডুকোন স্বীকার করে নিয়েছেন মাদক নিয়ে ফাঁস হওয়া ২০১৭ সালের হোয়াটসঅ্যাপ চ্যাট তারই ছিল ম্যানেজার করিশ্মার সঙ্গে |
অন্যদিকে এনসিবির কড়া জেরার মুখে পড়ে চাঞ্চল্যকর দাবি করেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর | তিনি বলেন, 'ছিছোড়ে' ছবিতে সুশান্তের নায়িকার ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন | সেই সময় নাকি ছবির সেটাই নানা রকমের মাদক কাণ্ড দেখেছিলেন অভিনেত্রী |
আরাধ্যা কাপুর জানিয়েছেন, তিনি যখন ছিছোড়ে ছবির পাটিতে গিয়েছিলেন, সেখানে অনেকেই মদক নিচ্ছিলেন | কিন্তু অভিনেত্রী নিজে মাদক নেননি | কিছু অচেনা এবং অদ্ভুত মানুষ এসেছিল ওই পার্টিতে | তারা সকলেই মাদক নিচ্ছিলেন | এমনকি সুশান্তও তাদের সঙ্গে ছিল | পাশাপাশি তিনি জেরায় বলেন, সেই সমস্ত অজানা লোকদের দেখলে তিনি চিনতে পারবেন |
এরপরেই ফের এনসিবির আধিকারিকরা তাঁকে চাপ দিতে শুরু করেন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে | তখনই চাপে পড়ে শ্রদ্ধা নিজের মাদক সেবনের কথা মেনে নিয়েছেন | অভিনেত্রী জানিয়েছেন, সিবিডি ওয়েল ওষুধের মতো করে মাদক ব্যবহার করতেন তিনি | এর পর শ্রদ্ধা আরও জানান, " ছিছোড়ে ছবির শ্যুটিংয়ে সুশান্তকে কখনও মেক-আপ ভ্যানে আবার কখনও শ্যুটিং ফ্লোরে মাদক নিতে দেখেছেন তিনি |"