এশিয়ার সেরাদেরউচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি খড়্গপুর

এশিয়ার সেরাদেরউচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি খড়্গপুর

'কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং' (QS Asia University Rankings)- এর বিচারে উচ্চতর এবং কারিগরি শিক্ষায় এশীয় সেরাদের তালিকায় জায়গা করে নিল ভারতের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)-ও। রাজ্যের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তালিকায় আছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)।

এই তালিকায় দেশের সেরা সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে আইআইটি মুম্বই (IIT Bombay)। এশিয়ার সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি মুম্বই রয়েছে ৪০তম স্থানে। গত বছরের তুলনায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি তালিকায় দু'ধাপ এগিয়েছে। অন্য দিকে, ‘কিউএস এশিয়া র‌্যাঙ্কিংস ২০২২’-এর তালিকা থেকে এক ধাপ নীচে নেমে ৪৬তম স্থানে রয়েছে আইআইটি দিল্লি (IIT Delhi)।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengalore) ৫২তম স্থানে উঠে এসেছে। গত বছর সেটি ছিল ৫৬তম স্থানে। এ ছাড়া, এশীয় সেরাদের প্রথম একশোয় রয়েছে আইআইটি মাদ্রাজ (IIT Madras)। ৫৩তম স্থানে আছে আইআইআইটি মাদ্রাজ।

আইআইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ৬১তম স্থান দখল করেছে। এছাড়াও, আইআইআইটি কানপুর (IIT Kanpur) ৬৬তম স্থানে এবং ইউনিভার্সিটি অফ দিল্লি (University of Delhi) ৮৫তম স্থান দখল করেছে এশিয়ার 'সেরা একশো'-টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায়।