প্যান-আধার লিঙ্ক না করলে বন্ধ হয়ে যাবে ATM কার্ডও !

আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে PAN ও আধার সংযুক্তির কাজ সেরে ফেলতে হবে। না হলে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন ভারতীয় নাগরিকেরা। তবে ঠিক কী কী ধরনের অসুবিধা হতে পারে তা নিয়ে সকলেই সন্দিহান। অনেকের মধ্যেই রয়েছে দ্বিধা, আদৌ সকলকে PAN-আধার লিঙ্ক করাতে হবে কিনা! ভারতের প্রায় সব নাগরিককেই এই সংযুক্তি করাতে হবে।
না হলে ১ এপ্রিল ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে PAN। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম-এর উপর এর কোনও প্রভাব পড়বে না। কিন্তু ব্যাঙ্কিং-এর বহু কাজেই PAN বাধ্যতামূলক। সেক্ষেত্রে সমস্যা হবে। যেমন ১০ মে ২০২২ তারিখে জারি করা নির্দেশিকায় সেন্টার বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) জানিয়েছে বার্ষিক ২০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে অথবা কারেন্ট অ্যাকাউন্ট পরিচালনার সময় বা ক্যাশ ক্রেডট অ্যাকাউন্ট খুললে PAN বা আধার বাধ্যতামূলক।
২৬ মে ২০২২ তারিখ থেকে এই নিয়ম কার্যকর হয়ে গেছে। শুধু তাই নয়, ব্যাঙ্কে PAN জমা না দিলে কোনও ভাবেই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টও খোলা যাবে না। সেই সঙ্গে ফিক্সড ডিপোজিটের সুদের উপরও প্রভাব পড়বে। সেক্ষেত্রে ২০ শতাংশ হারে TDS কাটা হতে পারে।
আগে থেকেই নিয়ম ছিল দৈনিক ৫০ হাজার টাকার উপর লেনদেন হলেই PAN জমা দিতে হবে। সেসময় টাকা তোলার বার্ষিক কোনও ঊর্ধ্বসীমা ছিল না। একই ভাবে সোনার গয়না কেনার সময় ২ লক্ষ টাকার অধিক দাম হলে PAN দিতে হয় দোকানেও।
এছাড়াও, ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে আধার সংযুক্তি না হলে
- PAN নিষ্ক্রিয় হয়ে গেলে ITR ফাইল করা যাবে না।
- আটকে থাকা রিটার্নও পাওয়া সম্ভব হবে না।
- আটকে থাকা রিফান্ডও জারি করা হবে না।
- ডিফেকটিভ রিটার্নের ক্ষেত্রে আটকে থাকা প্রসিডিংয়ের কাজ শেষ হবে না।
- অধিক আয়করও প্রযোজ্য হবে।
যদি কারও PAN নিষ্ক্রিয় হয়ে যায়, তবে তাঁকে আবার নতুন করে তা সক্রিয় করতে হবে, জরিমানা দিয়ে। তারপর সেই PAN ফের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে।