১৫০০ টাকা সঞ্চয় করলেই ৩৫ লক্ষ টাকা দিয়ে তৈরি হবে সুখের জীবন

বাজারে বহু যোজনা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের মধ্যে অন্যতম বিনিয়োগের যোজনাগুলিতে (Invest in Scheme of Post Office) বিশেষ পরিমাণে আকৃষ্ট করে সাধারণ মানুষকে । বেশ কিছু প্রকল্প আছে যেগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ । তাই বহু মানুষ মোটা টাকা রোজগার করতে চান কম রিটার্ন পাওয়া যাবে এই ভেবেই । কিন্তু টাকা যেন দিনের সেষে বেশ সুরক্ষিত থাকে এই বাসনা নিয়েই বিনিয়োগকে পোক্ত করেন সাধারণ মানুষ ।
পোস্ট অফিসের (Post Office Schemes) বেশ কিছু স্কিম আছে যেগুলি বিভিন্ন ক্ষেত্রেই সুযোগ সুবিধা দিয়ে থাকে । গ্রাম সুরক্ষা যোজনা একটি এমন যোজনা যেখানে কম ঝুঁকিতে ভাল রিটার্ন (Good Return) পেতে পারেন । গ্রাম সুরক্ষা যোজনার (Gram Suraksha Yojana) অন্তর্গত বোনাসের সঙ্গে সুনিশ্চিত টাকা ৮০ বছর পার করার পরে বা মৃত্যুর পরেও উত্তরাধিকারী বা নিমিনি পেয়ে যান টাকা ।
এই যোজনা ১৯ বছর থেকে ৫৫ বছর পর্যন্ত যাঁদের বয়স তাঁরাই নাম নথিভুক্ত করতে পারেন । এই যোজনায় ১০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা প্যন্ত বিনিয়োগের সুযোগ থাকছে । প্রিমিয়ামের টাকা (Premium), মাসিক (Monthly), ত্রৈমাসিক (Quarterly), অর্ধবার্ষিক (Half Yearly) বার্ষিক (Yearly) দেওয়ার ব্যবস্থা রয়েছে । গ্রাহকদের প্রিমিয়ামের টাকা দেওয়ার জন্য ৩০ দিনের ছাড় দেওয়া হয়ে থাকে ।
কোনও কারণে পলিসিটি ল্যাপস হলে ফের শুরু করা যেতে পারে । এই যোজনায় নাম নথিভুক্ত করলে ঋণের সুযোগও থাকে যা চার বছরের মধ্যে পরিশোধও করা যেতে পারে । তিন বছর পরে পলিসি সারেন্ডারও করতে পারেন । এই পরিস্থিতি গ্রাহকদের বিশেষ কোনও সুবিধা পাবেন না । এই প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রকল্পে বোনা হিসাবে ১,০০০ টাকা পাওয়া যায় ।
যদি কোনও ব্যক্তি ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকা দিয়ে গ্রাম সুরক্ষা যোজনা করে তাকেন । সেক্ষেত্রে ৫৫ বছর পর্যন্ত মাসিক কিস্তি ১,৫১৫ টাা ৫৮ বছর পর্যন্ত ১,৪৬৩ ও ৬০ বছরের জন্য ১,৪১১ টাকা হবে । পলিসি কেনার সময়ে ৫৫ বছর বয়সের জন্য ৩১.৬০ লক্ষ টাকা, ৫৮ বছরের জন্য ৩৩.৪০ লক্ষ টাকা । ম্যাচিউরিটি বেনিফিট পাওয়া যাবে ।
৬০ বছরের জন্য ম্যাচিউরিটি বেনিফিট হবে । ৩৪.৬০ লক্ষ টাকা । এই বিষয়ে বিস্তারিত বিবরণে জন্য নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করা যেতে পারে । এছাড়াও টোলফ্রি নম্বরে কল করার সুবিধা থাকছে 1800 180 5232/155232, এছাড়াও আধিকারিক ওয়েবসাইটে যোগাযোগ করা যেতে পারে www.postallifeinsurance.gov.in ।