ঘন-কালো-লম্বা চোখের পাতা চাইলে ঘরোয়া সহজ কিছু উপায় মেনে চলুন 

ঘন-কালো-লম্বা চোখের পাতা চাইলে ঘরোয়া সহজ কিছু উপায় মেনে চলুন 

ঘন-কালো-লম্বা চোখের পাতা চোখকে আরও সুন্দর করে তোলে।চোখের সৌন্দর্য অনেকটাই চোখের পাতার উপর নির্ভর করে। কিন্তু অনেকেরই চোখের পাতা ঘন, লম্বা হয় না। তাই এখানে কিছু উপায় বলা হল  যেগুলি ফলো করলে প্রাকৃতিক উপায়েই চোখের পাতা ঘন-কালো-লম্বা হবে। জেনে সেগুলো কি কি ? 

গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন। যা চুল পড়ে যাওয়া রোধ করতে এবং বিভিন্ন ধরণের প্রসাধনী সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তাই খুব কড়া করে এক কাপ গ্রিন টি বানিয়ে ঠাণ্ডা করে তুলার সাহায্যে চা চোখের পাতায় ম্যাসেজ করুন। দিনে দুইবার এই উপায়ে চোখের পাতায় ম্যাসেজ করুন  ভালো ফল পাবেন।

চোখের পাতা লম্বা ও ঘন করতে চাইলে, রোজ রাতে ঘুমানোর আগে মাশকারা ব্রাশে অলিভ অয়েল লাগিয়ে চোখের পাতায় লাগান। ফল মিলবে হাতেনাতে!ঘুমাতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি নিয়ে চোখের পাতায় লাগাতে পারেন। সারারাত রেখে দিয়ে সকালে গরম-ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন।

রাতে ঘুমানোর আগে মাশকারা ব্রাশে অ্যালোভেরা জেল নিয়ে চোখের পাতায় লাগান। সারারাত এভাবেই রেখে দিন। সকালে হালকা গরম ও ঠান্ডা জল মিশিয়ে ধুয়ে ফেলুন।


ক্যাস্টর অয়েল খুব দ্রুত চোখের পাতা লম্বা ও ঘন করে। ক্যাস্টর অয়েল ওমেগা-৬ ফ্যাট, ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ, যা চোখের পাতা বৃদ্ধিতে সহায়তা করে। এর জন্য, ক্যাস্টর অয়েল হালকা গরম করুন। এবং তুলোর সাহায্যে রাতে ঘুমানোর আগে চোখের পাতায় লাগান , সকালে উঠে ধুয়ে ফেলুন। 

ডিমে রয়েছে বায়োটিন এবং বি-গ্রুপ ভিটামিন  চোখের পাতার বৃদ্ধিতে সাহায্য করে ।একটি বাটিতে ডিমের সাদা অংশ নিন। তার সাথে এক চা চামচ গ্লিসারিন মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এবার ইয়ার বাডের সাহায্যে প্যাকটি চোখের পাতায় লাগান। ১০-১৫ মিনিট পর নর্মাল জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।