আফ্রিকায় না, জঙ্গল অভিজানে যেতে চাইলে ঘুরে আসুন দেশের এই জঙ্গল গুলি থেকে

কেউ পাহাড়ে ঘুরতে ভালোবাসেন , কেউ সুমদ্রে , আবার কেউ জঙ্গলে। জঙ্গলে ঘুরতে যেতে অনেকেই ভালোবাসেন, তবে জঙ্গল বলতে আফ্রিকার কোন জঙ্গলের কথা বলছি না কিন্তু , আমাদের দেশেই আছে বেশ কিছু জঙ্গল , যা আপনার জন্য বেশ নিরাপদ। যেখানে আপনি ঘুরতে যেতে পারেন নিশ্চিন্তেই , তাহলে জেনে দেশের এই জঙ্গলগুলির কথা…
মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান: মধ্য প্রদেশের কানহা জাতীয় উদ্যান জঙ্গল ভ্রমণের জন্য একটি প্রসিদ্ধ স্থান। এখানে মোট চারটি কোর এরিয়া আছে ।সেগুলি হল কানহা, কিশলি, মুক্ষি, সারহি। এই অঞ্চলে তিনটি বাফার এরিয়া আছে ।সেগুলি হল কাটিয়া, খাপা এবং সিজুক। জঙ্গল টি মূলত শাল গাছে ঘেরা। এখানে প্রায় ৪৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩০০ প্রজাতির পাখি, ২৬ প্রজাতির সরীসৃপ এবং প্রায় ৫০০ প্রজাতির পতঙ্গ দেখা যায় । আর বন্য প্রাণীদের মধ্যে বাঘ,, চিতাবাঘ, হাতি, হরিণ, ভাল্লুক, সিংহ, পাইথন ইত্যাদির দেখা পাওয়া যায়। জব্বলপুর বিমানবন্দর বা রেলস্টেশন থেকে কানহার দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার।
অরুণাচল প্রদেশের টাল্লে ভ্যালি : অরুণাচল প্রদেশের টাল্লে ভ্যালি অরণ্য তার অপূর্ব সৌন্দর্য্যর জন্য। প্রায় ৩৩৭ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান এই বাঁশ, ভেষজ ইত্যাদিতে ভরা এই জঙ্গল। রয়েছে নানা পাহাড়ি পশু পাখি।
তাডোবা জাতীয় উদ্যান: তাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত।মহারাষ্ট্রের সবচেয়ে পুরোনো জাতীয় উদ্যান এই তাডোবা। জঙ্গলে রয়েছে প্রচুর প্রজাতির পশু এবং পাখি , রয়েছে বাঘও। বর্ষায় পায়ে হেঁটে জঙ্গলের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দারুণ লাগে। এই সময় জঙ্গলের পরিবেশ থাকে অতি মনোরম। জঙ্গলে রয়েছে প্রচুর পরিমাণে বাঁশ গাছ। তাডোবা জাতীয় উদ্যান, তাডোবা-আন্দিরি টাইগার রিজার্ভ, তাডোবা হ্রদ, ইরাই বাঁধ, মোহরলি এবং খোসলা গ্রামের জন্য বিখ্যাত।
কেরালার চেম্বরা জঙ্গল : জঙ্গল অভিযানের অন্যতম সেরা ঠিকানা কেরালার চেম্বরা জঙ্গল। পশ্চিমঘাট পর্বতমালার এই জঙ্গলে চারদিকে সবুজ আর সবুজ। পাহাড়ের গায়ের জঙ্গলে রয়েছে একটি হ্রদ। হ্রদের আকার অনেকটা হার্টের মতো।