পাকিস্তানের প্রধানমন্ত্রী পদেই বহাল থাকছেন ইমরান, খারিজ অনাস্থা প্রস্তাব

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদেই বহাল থাকছেন ইমরান, খারিজ অনাস্থা প্রস্তাব

স্বস্তিতে ইমরান খান। তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করলেন পাকিস্তানের National Assembly-র ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। তিনি বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সেই দেশের সংবিধানের ৫ নম্বর ধারার বিরোধী।"  এদিন ইমরান খানের বিরুদ্ধে আস্থাভোটের আগে ন্যাশানাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে অপসারণের প্রস্তাব এনেছিল বিরোধীরা।

সেই প্রস্তাবে সই ছিল ১১০ জনের। দেশের অর্থনীতির বেহাল দশার জন্য ইমরান খান বিক্ষোভের মুখে পড়েন। তাঁর দল PTI-এর জোটসঙ্গী MQMO বিরোধীদের সঙ্গে হাত মেলানোয় অস্বস্তি বেড়েছিল। আস্থা ভোটে সংখ্যার নিরিখে পিছিয়ে ছিলেন ইমরান, বলছিল সাধারণ পরিসংখ্যা। ফলে আজই প্রধানমন্ত্রী পদ হারাতে পারে ইমরানকে মনে করা হচ্ছিল এমনটাই।

কিন্তু, শেষ মুহূর্তে বদলে গেল সাজানো হিসেব নিকেশ। এদিন ন্যাশানাল অ্যাসেম্বলি ভেঙে নতুন করে নির্বাচনে যাওয়ার প্রস্তাব দেন ইমরান খান। তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে ডেপুটি স্পিকার বলেন, অনাস্থা প্রস্তাব আনা সংবিধান বহিঃভূত। অর্থাৎ অ্যাসেম্বলি ভেঙে আপাতত নির্বাচন করানোর পথ বেছে নিয়েছেন ইমরান।

দেশবাসীকে ভোটের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাক মিডিয়া সূত্রে খবর, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন। অনাস্থা ভোট চলাকালীন প্রেসিডেন্টের কাছে গিয়ে অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার আর্জি জানান।