নদিয়ায় রাস্তা দাবিতে আবারো মারপিট, গুরুতর জখম বেশ কয়েকজন

নদিয়ায় রাস্তা দাবিতে আবারো মারপিট, গুরুতর জখম বেশ কয়েকজন

করিমপুর  নদিয়ার করিমপুরে রাস্তা আগে করার দাবিতে মারপিট। পাশের পাড়ায় গলি চওড়া করে রাস্তা হচ্ছে, অথচ তাঁদের পাড়ায় রাস্তার নাম গন্ধ নেই এই নিয়ে ক্ষুব্ধ পাড়ার লোক। পাশের পাড়ার রাস্তা তৈরির সরঞ্জাম ও মালপত্র উল্টে ফেলে দেওয়ায় শুরু হয় গোলমাল। তা থেকেই শুরু হয় তুমুল মারপিট। জানা গিয়েছে, সেই মারামারিতে আহত হয়েছে বেশ কয়েকজন।

তবে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে করিমপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি ঘটেছে করিমপুরের রহমতপুর গ্রামের চাণক্যতলা পাড়ায়। জানা যায়, পাড়ায় রাস্তার দাবিতে চাণক্যতলার প্রায় ৫০ টি পরিবার গত শনিবার পথ অবরোধ করে। প্রশাসনের তরফ থেকে তাঁরা প্রতিশ্রুতি পাওয়ার পর তাঁরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীদের করিমপুর ২ নম্বর ব্লকের বিডিও নিজের অফিসে ডেকে তাঁদের দাবির কথা শুনেছেন। তবে এ বিষয়ে করিমপুর গোয়াস গ্রামের তৃণমূলের সভাপতি আশুতোষ বিশ্বাস বলেন, বিজেপির কিছু নেতৃত্ব আদিবাসীদের উসকিয়ে দিয়ে তুমুল অশান্তির সৃষ্টি করে। রহমতপুর চাণক্যতলায় দুটি রাস্তা রয়েছে। আর সেই রাস্তা দুটির মধ্যে আদিবাসীদের রাস্তা আগে করা নিয়ে বাঁধে তুমুল মারামারি বলে তিনি জানান।

রহমতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সৌমেন বিশ্বাস বলেন, বেশ কিছুদিন আগে ওই আদিবাসী পাড়ার রাস্তার অধিকাংশ করে দেওয়া হয়েছে। শুধু মাত্র ৫০ মিটার রাস্তা তৈরির কাজ বাকি আছে। খুব তাড়াতাড়ি সেই অংশের কাজ শুরু করা হবে। তিনি আরো বলেন, আজ অন্য রাস্তার কাজ চলছিল, সেই সময় হঠাৎই আদিবাসী সম্প্রদায়ের লোকেরা সেখানে গিয়ে সমস্ত সিমেন্টের বস্তা ফেলে দিয়ে রাস্তা দা দিয়ে কেটে দেয়, পাশাপাশি আমাদের বেশকিছু কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে বলে তিনি জানালেন।