মালদায় শিয়ালের পালের আক্রমণে ক্ষত-বিক্ষত ৩৮ জন

মালদায় শিয়ালের পালের আক্রমণে  ক্ষত-বিক্ষত ৩৮ জন

শীতের কাকভোরে সবে দিন শুরু হয়েছে Malda মালদার হরিশচন্দ্রপুরের হরদম নগর গ্রামে। কিন্তু বৃহস্পতিবার সাতসকালে বাড়ির বাইরে সাক্ষাত্‍ যমদূত ওঁত্‍ পেতে বসে, ঘুণাক্ষরেও টের পায়নি গোটা গ্রাম। বাড়ির বাইরে পা রাখতেই চিত্‍কার, চেঁচামেচি, শোরগোল। ২০-২৫টি শিয়ালের একটি পালের আক্রমণে মালদার ওই গ্রামে ক্ষত-বিক্ষত ৩৮ জন।

যাদের মধ্যে ২০ জনের আশঙ্কা অবস্থাজনক। প্রত্যেকেই হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিত্‍সাধীন। দ্রুত চিকিত্‍সার ব্যবস্থা হওয়ায় অনেকের প্রাণ বাঁচানো গিয়েছে। এমনটাই স্থানীয় পঞ্চায়েত সূত্রে দাবি। ঘটনার একদিন পরেও গ্রামের পরিবেশ থমথমে। নিরাপত্তা আঁটোসাঁটো করতেই লাঠি নিয়ে পাহারায় গ্রামবাসীরা। ঠিক কী হয়েছিল সেই অভিশপ্ত সকালে? এক প্রত্যক্ষদর্শী জানান, 'দিনের শুরুতেই যে যার কাজ নিয়ে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তখন হামলা চালায় শিয়ালের পাল।

রাত থেকেই ওরা গ্রামে ঢুকে বসেছিল। দুই-তিন জনকে মুখে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই পাল। এই অতর্কিত হামলায় আঙুল খুইয়েছেন এক গ্রামবাসী। পায়ের এবং ঘাড়ের মাংস খোবলানো কয়েকজনের। চিত্‍কার শুনেই আমরা লাঠি নিয়ে বেরিয়ে ওদের ধাওয়া করি। আমাদের পাল্টা লাঠির ঘায়ে দুটি শিয়াল মারা গিয়েছে।' জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই আতঙ্কে গৃহবন্দি মহিলা, শিশু এবং প্রবীণরা।