মেদিনীপুরে প্রেম প্রস্তাবে না মানায় প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে চড় থাপ্পড় যুবকের

মেদিনীপুরে প্রেম প্রস্তাবে না মানায় প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে চড় থাপ্পড় যুবকের

প্রেমের সম্পর্কে বনিবনা না হওয়ায় প্রকাশ্যে এক ছাত্রীকে চড় থাপড় মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দিনের আলোয় সকলের সামনে ওই যুবককে মারধর ছাড়াও অকথ্য ভাষায় গালি গালাজ করতে দেখা গেছে বলে অভিযোগ। এই ভিডিয়ো (Video) ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ষটরং এলাকায়। জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামনদা এলাকায়। সূত্রের খবর, দুপুর বেলায় মেয়েটি একাই টিউশন থেকে ফিরছিল। ফেরার পথে কয়েকজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকার উপর চড়াও হয় ওই যুবক। অনেকেই সেই ঘটনা চাক্ষুষ করেছেন। কিন্তু, কাউকে প্রতিবাদ করে তরুণীর সাহায্যে এগিয়ে যেতে দেখা যায়নি।

সেই ঘটনার ভিডিয়ো করা হয়। ভিডিয়োতে দেখা গেছে ছাত্রীকে মারধর করে হুমকি দিতে থাকে ওই যুবক। সকলের সামনে এইভাবে নির্যাতনের ঘটনায় কান্নায় ভেঙে পড়ে ছাত্রীটি। সেই ভিডিয়োটি ভাইরাল হতেই পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখে এবং নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। মঙ্গলবার দাঁতন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ। ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হয়। ধৃত যুবককে নিজেদের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আইনানুগ সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।  তিনি বলেন, “প্রেমঘটিত কারণে সমস্যা হওয়াতেই নাবালিকাকে মারধর এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে যুবকটি ।এই ধরণের অপরাধ বরদাস্ত করা হবে না।

অভিযোগ পেয়েই তল্লাশি চালিয়ে যুবককে গ্রেফতার করা হয়েছে।” তিনি আরও জানান, জেলায় মহিলা ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। মহিলা সুরক্ষা নিয়ে কোনও আপোস করা হবে না। যথাযথ আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভাইরাল ভিডিয়ো সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, কোনও ভিডিয়ো যদি কেউ গুজব ছড়ানোর জন্য করে থাকেন তাহলে পুলিশ ছেড়ে কথা বলবে না । কাউকে ফাঁসানো বা গুজব ছড়ানোর উদ্দেশ্যে যদি কোনও ভিডিয়ো ভাইরাল করা হয় সেক্ষেত্রে কড়া আইনি পদক্ষেপ করবে পুলিশ।