LIC-র এই প্ল্যানে বিমার পাশাপাশি পাবেন সুরক্ষিত আর্থিক সুবিধা

LIC-র এই প্ল্যানে বিমার পাশাপাশি পাবেন সুরক্ষিত আর্থিক সুবিধা

LIC Dhan Rekha plan : বিমার পাশাপাশি পাবেন সুরক্ষিত আর্থিক সুবিধা। এই প্ল্যানে বিনিয়োগ করলে সুবিধা পাবেন লগ্নিকারী ও পরিবার। গত ১৩ ডিসেম্বর এমনই একটি প্ল্যান এনেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)। নতুন পলিসির নাম 'ধন রেখা প্ল্যান' (LIC Dhan Rekha plan)।

LIC Dhan Rekha plan : লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)-র দাবি, তাদের এই যোজনায় বিনিয়োগ করলে পলিসি হোল্ডার নিশ্চিতভাবে সব সুবিধা পাবেন। এককথায় তাদের এই পলিসি 'fully guaranteed'প্ল্যান। ইচ্ছুক বিনিয়োগকারীরা এই পলিসির বিষয়ে বিস্তারিত জানতে LIC-র অফিশিয়াল ওয়েবসাইটে licindia.in-এ লগ ইন করতে পারেন।

Dhan Rekha plan: LIC-র এই ধন রেখা পলিসি একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল, সেভিংস লাইফ ইনস্যুরেন্স প্ল্যান। যা সুরক্ষার পাশাপাশি পলিসি হোল্ডারকে সঞ্চয়ের একটি আকর্ষণীয় সমন্বয় দেয়। এই পলিসির মেয়াদের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা রয়েছে।

LIC Policy Update: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন-এর Dhan Rekha plan অনুযায়ী গ্রাহকদের পলিসির মেয়াদকালের মধ্যে নির্দিষ্ট সময়ে-সময়ে অর্থপ্রদান করা হয়। প্ল্যানের মেয়াদপূর্তির পরও পলিসিহোল্ডারকে এককালীন নিশ্চিত টাকা দেয় LIC। এখানেই শেষ হয় না এই প্ল্যানের সুবিধা। বিপদে পড়লে এই পলিসির মাধ্যমে ঋণ নিতে পারবেন গ্রাহক।

LIC Sum assured: Dhan Rekha plan অনুযায়ী, নিশ্চিত ২,০০,০০০ টাকা পাবেন পলিসি হোল্ডার। তবে এই নিশ্চিত রাশির পরিমাণের কোনও সীমা নেই। পলিসি প্রিমিয়ামের ওপর এর সর্বোচ্চ পরিমাণ নির্ভর করে।

Dhan Rekha plan Maturity benefits: মেয়াদকালের পর সুবিধা
একবার এই পলিসির মেয়াদ পূর্ণ হলে পলিসি হোল্ডার 'সাম অ্যাসিওরড' বা নিশ্চিত বিমার অঙ্ক সঙ্গে 'অর্জিত অতিরিক্ত নিশ্চিত অর্থ' বা accrued guaranteed additions-ও পাবেন। পলিসি হোল্ডারকে Sum Assured on Maturity হিসাবে Basic Sum Assured-এর অর্থই দেওয়া হবে।

Dhan Rekha plan: বেঁচে থাকলে সুবিধা
এই পলিসি অনুযায়ী কোনও পলিসি হোল্ডার মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে বেসিক সাম অ্যাসিওর্ড-এর একটি নির্দিষ্ট অংশ পাবেন। দেখে নিনি কী সেই অর্থের পরিমাণ।

২০ বছরে - পলিসির ১০ ও ১৫ বছরের শেষে গ্রাহককে প্রাথমিক বিমাকৃত রাশি বা বেসিক সাম অ্যাসিওর্ড-এর ১০ শতাংশ অর্থ দেবে LIC ।
৩০ বছরে - ১৫, ২০ ও ২৫ বছরের শেষে পলিসি হোল্ডার প্রাথমিক বিমাকৃত রাশির ১৫ শতাংশ পাবেন।
৪০ বছরে - ২০, ২৫, ৩০, ৩৫ বছরের শেষে গ্রাহককে প্রাথমিক বিমাকৃত রাশির ২০ শতাংশ দেওয়া হয়ে থাকে।

Dhan Rekha plan: মৃত্যুর পরেপলিসির মেয়াদের মধ্যে কোনও ব্যক্তির মৃত্যু হলে মৃত্যুকালীন নিশ্চিত বিমারাশি ছাড়াও ' অর্জিত অতিরিক্ত নিশ্চিত অর্থ ' দেওয়া হবে পরিবারকে।