পোস্ট অফিসের এই স্কিমে ৫ বছরে পেয়ে যাবেন ২১ লক্ষ টাকা!

পোস্ট অফিসের  এই স্কিমে ৫ বছরে পেয়ে যাবেন ২১ লক্ষ টাকা!

ইনভেস্টমেন্টের জন্য পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করা হয় । পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে ব্যাঙ্কের এফডি ও রেকারিং থেকে ভাল রিটার্ন পাওয়া যায় । পোস্ট অফিসের এই স্কিমের গুরুত্বপূর্ণ বিষয়টি হল এখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড রিটার্ন । ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) : পোস্ট অফিসের এই স্কিমে এফডি-র তুলনায় বেশি সুদ পাওয়া যায় ।

বর্তমানে এই স্কিমে ৬.৮ শতাংশ সুদ মিলছে । বার্ষিক আধারে কম্পাউন্ড করা হয় তবে টাকা ম্যাচিউরিটির সময় দেওয়া হয়ে থাকে । এই স্কিম ৫ বছরের জন্য হয় । তবে ম্যাচিউরিটির পর আপনি আরও ৫ বছরের জন্য এই স্কিমের সময় বাড়াতে পারবেন । ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এখন ১০০, ৫০০, ১০০০, ৫০০০ এবং ১০০০০ টাকার পাওয়া যায় । আলাদা আলাদা ভ্যালুর যত ইচ্ছে সার্টিফিকেট কিনে এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ।

ন্যূনতম ১০০ টাকা ইনভেস্ট করতে হবে । তবে অধিকতম ইনভেস্টমেন্টের কোনও সীমা নেই । এই স্কিমে কেউ যদি ১৫ লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে ৫ বছরের জন্য ৬.৮ শতাংশ সুদ হিসেবে পেয়ে যাবেন ২১ লক্ষ টাকা । আপনাকে ইনভেস্ট করতে হবে ১৫ লক্ষ টাকা । সুদ হিসেবে পেয়ে যাবেন ৬ লক্ষ টাকা । আয়কর নিয়ম অনুযায়ী, বছর ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে পেয়ে যাবেন ট্যাক্স ছাড় ।