আইপিএলে আজ মুখোমুখি লখনউ বনাম চেন্নাই কার পাল্লা ভারী?

আইপিএলে আজ মুখোমুখি লখনউ বনাম চেন্নাই কার পাল্লা ভারী?

বৃহস্পতিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস।  Chennai Super Kings ও লখনউ সুপার জায়ান্টস দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। IPL-এর সবথেকে পুরনো দল CSK অন্যদিকে সদ্য হাতেখড়ি হওয়া দল LSG। মরশুমে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে এই দুই দল।

ব্রাবোর্ন স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরেছে কেএল রাহুলের লখনউ। যদিও দলের খেলায় খুশি তিনি। ম্যাচ শেষে জানিয়েছিলেন, এক থেকে ভালো শুরু আর হতে পারে না। প্রথম ম্যাচ থেকে তাঁর পাওনা ছিল মিডল অর্ডার। যখন টপ অর্ডার আউট হয়ে যায় তখন মিডল অর্ডার দলের হাল ধরে।

দীপক হুডা ও আয়ুশ বাদোনি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।  অন্যদিকে, IPL-এ সবথেকে ধুরন্ধর দল হল চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে কলকাতার কাছে হারলেও মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার যুগলবন্দী দলের কাছে বড় পাওনা। প্রথমে পিছিয়ে পড়েও পরের দিকে ভালো লড়াই দেয় CSK। ফলে প্রথম ম্যাচে হেরে দুই দলই পয়েন্টের খাতা খুলতে চাইবে দ্বিতীয় ম্যাচ থেকে।  

লখনউ এই ম্যাচে জেসন হোল্ডারকে ছাড়াই নামবে। পরবর্তী ম্যাচ থেকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। অ্যান্ড্রু টাইকে নিয়ে এখনও কিছু জানা যায়নি। যদি তিনি আসেন তাহলে মহসিন খানকে সরিয়ে সুযোগ পেতে পারেন টাই। CSK-র হয়ে নামবেন মইন আলি। ভিসা সমস্যার জন্য তিনি প্রথম ম্যাচে নামতে পারেননি। মিচেল স্যান্টনারের জায়গায় তিনি নামতে পারেন। 

লখনউ সুপার জায়ান্টস   কেএল রাহুল, কুইন্টন ডি কক, এভিন লুইস, মণীশ পান্ডে, দীপক হুডা, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, অ্যান্ড্রু টাই/মহসিন খান, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই, আবেশ খান

 চেন্নাই সুপার কিংস    ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, অ্যাডাম মিলনে, তুষার দেশপান্ডে

 ক্রনাল পান্ডিয়া সুপার জায়ান্টসের ট্রাম্প কার্ড হতে পারেন মিডল ওভারে। IPL-এ ক্রুনাল পান্ডিয়া রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজাকে দুবার করে আউট করেছেন। ফলে এই ম্যাচে ক্রনালকে কীভাবে রাহুল ব্যবহার করেন তা গুরুত্বপূর্ণ হতে চলেছে ২০১৮ সাল থেকে কেএল রাহুলের থেকে বেশি ছয় কেউ মারেননি। তিনি মোট ১১০টা ছয় মেরেছেন একই সময়ে ধোনি ১৬ থেকে ২০ ওভারের মধ্যে সবথেকে বেশি ছয় মেরেছেন। তাঁর সঙ্গে এক আসনে আছেন হার্দিক। তাঁরা মেরেছেন ৫১টা ছয়।

  •   এখনও অবধি আইপিএলের যে ৫টি ম্যাচ হয়েছে তার পর পয়েন্ট টেবলের শীর্ষস্থানে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +৩.০৫০।
  •   লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৯১৪।
  •   তিন নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.৬৯৭।
  •  পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.২৮৬।

  •   লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কিং খানের কেকেআরের নেট রান রেট +০.০৯৩।
  •   পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.০৪৮।
  •   লিগ টেবলের সাত নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট -০.২৮৬।
  •   আট নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৬৩৯।
  •   পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৯১৪।
  •   এই মুহূর্তে লিগ টেবলের লাস্ট বয় কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের নেট রান রেট -৩.০৫০।