উঠে এল নতুন তথ্যঃ ৬২% ভারতীয় মহিলা যৌন চাহিদা মেটান স্মার্টফোনে

আজবাংলা দৈনন্দিন জীবনে ক্রমশই ব্যস্ত হয়ে উঠেছে। এরপরেও যতটুকু সময় পড়ে থাকছে আমাদের জন্য, সেইসময় টুকুতেও ফোনে ব্যস্ত হয়ে পড়ছি। আগে অবসর সময়ে পরিবারের সাথে কাটানো হত। এখন জীবনের সবকিছু জুড়েই শুধু ফোন আর ফোন। এইসব কারনের জন্য ধাক্কা খাচ্ছে, যৌন জীবনও।
সেইকারনে, কাজের ফাকে sexting করে মনের চাপকে হালকা করতে সাহায্য করে বলে দাবি করেছেন বহু মহিলা। নিশ্চয় অবাক হচ্ছেন, তবে, অবাক লাগলেও সমীক্ষা কিন্তু এটাই দাবি করছে। সম্প্রতি উঠে এসেছে এক উত্তেজনামূলক তথ্য।
সেইখানে বলা হয়েছে, স্মার্টফোন-এর মাধ্যমেই এখন দেশের মধ্যে কমপক্ষে ৬২ শতাংশ মহিলা মনের যৌন পিপাসা মেটাচ্ছেন। সম্প্রতি ‘Mobile sex-tech apps’ নামের একটি সংস্থা সমীক্ষা করে। এই সংস্থা ১৯১টি দেশের মোট ১ লক্ষ ৩১ লক্ষ মহিলাকে নিয়ে সমীক্ষা করে। তার মধ্যে ২৩ হাজার ৯৩ জনই হলেন ভারতীয়।
তাঁরা সবসময় Sexting বা সেক্স চ্যাট নিয়ে মেতে থাকেন। সেখানে তাঁরা তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিও দেওয়া নেওয়া করেন। সুত্রমারফত জানা গেছে, মূলত তা নগ্ন ভিডিওই থাকে। এই সমীক্ষায় পাওয়া নতুন তথ্য অনুযায়ী উত্তর আমেরিকা এবং ইউরোপের পশ্চিমাংশের মহিলারা গোটা বিশ্বে সবচেয়ে বেশি Sexting করে থাকেন।
ওখানে শুধু যৌন চাহিদা মেটানোই নয়, অনেকে আবার অ্যাপের দ্বারা মনের মত সঙ্গী খুঁজে নিতেও পছন্দ করেন। দেখা গেছে, এদের মধ্যে কমপক্ষে ১৯ শতাংশ মহিলা অচেনা পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে আগ্রহী হয়েছে।
তবে, ভারতীয় মহিলাদের অনলাইনে যৌনতা মেটানোর ইচ্ছা থাকলেও তাঁদের মধ্যে সঙ্গী খোঁজার আগ্রহ নেই বা থেকে থাকলে অনেকটাই কম। মন বিশেষজ্ঞদের কাছে এসেছে অনেক প্রশ্ন, যে কেন Sexting এর প্রবণতা বাড়ছে? সেক্ষেত্রে তাঁরা জানিয়েছেন, দৈনন্দিন জীবনের ব্যস্ততা তার জন্য দায়ী।
কারণ দেখা গেছে, ব্যস্ততার ফলে অনেকেরই যৌন জীবনই ধাক্কা খাচ্ছে। এই প্রসঙ্গে অনেকের দাবি, এখানে শরীরী খেলা হলেও মানসিক শান্তি ও তৃপ্তিও অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে Sexting ভালই। আবার অনেকের মতে, শুধুমাত্র মজার ছলেই তাঁরা ভারচুয়াল সঙ্গীর সঙ্গে যৌনতায় মেতে ওঠেন।