বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অণ্ডকোষে সংক্রমণ

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অণ্ডকোষে সংক্রমণ

  আপাতত এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিত্‍সাধীন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিত্‍সকেরা বৈঠক করেন। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতের অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিত্‍সা শুরু করেছে মেডিক্যাল বোর্ড। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই। হৃদযন্ত্রের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিন কয়েক আগে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত। আপতত সাত সদস্যের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

তাঁর শারীরিক পরিস্থিতি দেখতে একাধিক রক্ত পরীক্ষা ছাড়াও বুকের স্ক্যান করে দেখেন চিকিত্‍সকেরা। ফুসফুসের স্বাস্থ্যও ক্ষতিয়ে দেখা হয়। আপতত উডবার্নেই চিকিত্‍সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতালে ভর্তির পর অক্সিজেন সাপোর্টে রাখা হয় অনুব্রতকে।

প্রয়োজন হলে মাঝেমধ্যেই দেওয়া হচ্ছে অক্সিজেন। এর আগে অনুব্রতের শারীরিক পরিস্থিতি জানতে চেয়ে হাসপাতালে চিঠি দেয় সিবিআই। হাসপাতালের তরফ থেকেও অনুব্রতর শারীরিক পরিস্থিতি-সহ নথি পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। সিবিআই চাইলে বা আদালত নির্দেশ দিলে অনুব্রতের চিকিত্‍সা সংক্রান্ত যাবতীয় তথ্যই হাসপাতাল থেকে জানানো হবে বলে জানান কর্তৃপক্ষ।